শিলিগুড়ি: শাস্ত্রীয় রীতি মেনে রাধা কৃষ্ণের পুষ্প অভিষেক হল শিলিগুড়ি ইস্কনে। এই বিশেষ রীতি পালনকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই শিলিগুড়ি ইস্কন মন্দিরে ছিল উৎসবের মেজাজ।
কঠোরভাবে করোনাবিধি পালন করে এই উৎসব উদযাপন করে ইস্কন মন্দির কর্তৃপক্ষ। পুষ্প অভিষেক শুরু করেন বৃন্দাবনের ব্রজ গোপীকারা। ধাপে ধাপে বিভিন্ন ধরনের ফুল দিয়ে রাধারাণী এবং শ্রীকৃষ্ণের অভিষেক পর্ব সম্পন্ন হয়।