নয়াদিল্লি: লোকসভা ভোটের পর মোদিভীতি কাটছে, মার্কিনমুলুকে এমনই মন্তব্য করলেন রায়বেরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। যদিও বিজেপির নেতৃত্বে এনডিএ-ই সরকার গঠন করেছে। বিভিন্ন ইস্যুতে সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। কয়েকদিন আগে আমেরিকা সফরে গিয়েছেন রাহুল। টেক্সাসের ডালাসে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে কংগ্রেস সাংসদ বলেছেন, ‘বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে। তাই ভোটের পর মানুষের মধ্যে মোদি ও বিজেপির ভয় কেটে গিয়েছে। জনগণ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর দলকে ভয় পায় না। নির্বাচনের ফলাফলে ভারতীয় জনগণের ইচ্ছাই প্রতিফলিত হয়েছে।’
তাঁর বক্তব্য, বিজেপি সংবিধানকে দুর্বল করার চেষ্টা করছে। তবে সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধকে ক্ষুণ্ণ করার চেষ্টা ভারতের জনগণ রুখে দিয়েছে। এছাড়া আরএসএস এবং কংগ্রেসের মধ্যে আদর্শগত পার্থক্যও তুলে ধরেন রাহুল। তিনি বলেন, ‘আরএসএস বিশ্বাস করে ভারত একটি ধারণা। কিন্তু আমরা বিশ্বাস করি, ভারত একটি বহুবিধ ধারণা।’ কংগ্রেস সাংসদ তাঁর ভাষণে আরও বলেন, ‘আমি মনে করি, আমাদের রাজনৈতিক ব্যবস্থা এবং দলগুলোর মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা এবং নম্রতা অনুপস্থিত।’