উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাল্মীকি জয়ন্তী (Valmiki Jayanti) উপলক্ষ্যে মন্দির মার্গের বাল্মীকি মন্দিরে (Valmiki temple) পুজো দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। বৃহস্পতিবার সকালে ওই মন্দিরে গিয়ে প্রার্থনা করেন তিনি। কংগ্রেসের (Congress) তরফে সেই ছবি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও দলের তরফে দাবি করা হয়েছে, মহর্ষি বাল্মীকির জন্মদিনে শ্রদ্ধা জানাতেই রাহুল গান্ধি মন্দিরে গিয়েছেন। তবে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে রাহুলের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।
কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা ছবি গুলিতে দেখা যাচ্ছে, মন্দিরের পূজারি কংগ্রেস নেতার কপালে টিকা পরিয়ে দিচ্ছেন। এমনকি তাঁকে উত্তরীয় পরিয়ে সম্মানও জানিয়েছেন পূজারি। আবার অন্য একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি রাহুলকে মন্দিরের সংগ্রহে থাকা একটি ছবি দেখাচ্ছেন। জানা গিয়েছে, এই মন্দিরেরই একটি কক্ষে টানা ২০০ দিন কাটিয়েছিলেন মহাত্মা। সেই কক্ষটিও তাঁকে এদিন ঘুরে দেখানো হয় বলে খবর।
প্রসঙ্গত, মহর্ষি বাল্মীকির জন্মজয়ন্তী দেশের বিভিন্ন অংশে ‘পরগত দিবস’ হিসেবে পালিত হয়। তিনি রামায়ণের রচয়িতা হিসেবে পরিচিত হলেও দলিতদের কাছে তিনি পূজ্য দেবতা। হিন্দিবলয় এবং পশ্চিম ভারতে দলিতদের অন্যতম বড় উপগোষ্ঠী হল বাল্মীকি সম্প্রদায়। আর মহর্ষি বাল্মীকি তাঁদের সম্প্রদায়ের ছিলেন বলে গর্ব করেন বাল্মীকিরা। সামনেই রয়েছে দুই রাজ্যের বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের জেতা-হারা অনেকটাই নির্ভর করে দলিত ভোটের উপর। তাঁদের ভোটের উপর নজর থাকে প্রায় সব দলেরই। তাই ভোট-রাজনীতিকে লক্ষ্য করেই রাহুল বাল্মীকি মন্দিরে গেলেন কি না, তা নিয়ে জল্পনা দানা বাঁধছে।