উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগেই সরব হয়েছিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধি। এবার আরজি কর কাণ্ডে (R G Kar Medical College and Hospital) মুখ খুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)। অন্য বিরোধীদের মতো রাহুলও অভিযোগ করলেন অপরাধীদের আড়াল করার।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে কংগ্রেস (Congress) নেতা বলেন, ‘কলকাতায় চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা দেশ স্তব্ধ। ওই তরুণীর সঙ্গে যে অমানবিক এবং নৃশংস ঘটনা ঘটেছে তা দেশের চিকিৎসক সমাজ এবং মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। নির্যাতিতাকে সুবিচার পাইয়ে দেওয়ার বদলে অপরাধীদের আড়ালের চেষ্টা স্থানীয় প্রশাসন এবং হাসপাতালের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে।’
এছাড়াও রাহুল লিখেছেন, ‘এই ঘটনা আমাদের ভাবতে বাধ্য করছে মেডিকেল কলেজের মতো জায়গাতেও যদি চিকিৎসকরা নিরাপত্তা না পান তাহলে অভিভাবকরা কীসের ভরসায় নিজেদের মেয়েদের বাড়ির বাইরে পাঠাবেন? নির্ভয়া কাণ্ডের পর কঠোর আইন আনা সত্ত্বেও এই ধরনের অপরাধ কেন দমন করা যাচ্ছেন না? হাথরস থেকে উন্নাও, কাঠুয়া থেকে কলকাতা, মহিলাদের উপর যেভাবে অত্যাচার বাড়ছে, তার প্রতিবাদে সব দল, সব গোষ্ঠীর সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত। এই কঠিন, অসহনীয় পরিস্থিতিতে আমি নির্যাতিতার পরিবারের প্রতি সমব্যাথী।’
कोलकाता में जूनियर डॉक्टर के साथ हुई रेप और मर्डर की वीभत्स घटना से पूरा देश स्तब्ध है। उसके साथ हुए क्रूर और अमानवीय कृत्य की परत दर परत जिस तरह खुल कर सामने आ रही है, उससे डॉक्टर्स कम्युनिटी और महिलाओं के बीच असुरक्षा का माहौल है।
पीड़िता को न्याय दिलाने की जगह आरोपियों को…
— Rahul Gandhi (@RahulGandhi) August 14, 2024