Exclusive

Rahul gandhi | রাজ্যে রাহুলের প্রথম রাত ফালাকাটায়

উত্তরবঙ্গ ব্যুরো: লোকসভা ভোটের (Loksabha election) আগে দলকে চাঙ্গা করতে রবিবার মণিপুর (Manipur) থেকে শুরু হচ্ছে কংগ্রেস (Congress) নেতা রাহুল গান্ধির (Rahul gandhi) ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ (Bharat jodo nyay yatra)। অসম হয়ে ২৬ জানুয়ারি রাজ্যে ঢুকবে সেই যাত্রা। আর রাজ্যে রাহুল প্রথম রাত্রিবাস করবেন উত্তরবঙ্গের ফালাকাটায়। ফালাকাটার টাউন ক্লাবের মাঠেই খাটানো হবে ন্যায় যাত্রার তাঁবু।

বৃহস্পতিবার ফালাকাটায় (Falakata) আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের বৈঠক বসেছিল। সেখানে দিল্লি থেকে আসা ন্যায় যাত্রা ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীরাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই রাত্রিবাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলেই জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি মণিকুমার দার্নাল।

রাহুলের রাত্রিবাস নিয়ে এদিন থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। দিল্লি থেকে আসা বিশেষ দলের প্রতিনিধিরা এদিন ঘণ্টাদুয়েক টাউন ক্লাবের মাঠ ঘুরে দেখেন। প্রবেশপথ সহ নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনা হয়। মাঠের ভিডিও সহ খুঁটিনাটি তথ্য পাঠানো হয় দিল্লিতে। তারপরই রাত্রিবাসের বিষয়টি চূড়ান্ত হয়। কংগ্রেস সূত্রের খবর, রাতে রাহুল বিশেষভাবে তৈরি একটি কনটেনারে থাকবেন। ন্যায় যাত্রায় থাকা তাঁর সঙ্গীদের জন্যও কনটেনারের ব্যবস্থা থাকবে। কনটেনারগুলো এমনভাবে পার্ক করা হবে, দূর থেকে তা ছোট্ট একটি গ্রামের মতো দেখতে হবে। তবে স্থানীয় নেতৃত্বের জন্য মাঠে একাধিক তাঁবু খাটানো হবে। খাওয়াদাওয়ার জন্য ন্যায় যাত্রা দলেই রান্নার লোক থাকবেন।

এখনও একশো শতাংশ চূড়ান্ত না হলেও রাজ্যের প্রস্তাব অনুসারে বৃহস্পতিবার ন্যায় যাত্রার উত্তরবঙ্গের একটি প্রস্তাবিত রুট দিল্লিতে পাঠানো হয়েছে। সেই রুট অনুসারে অসমের ধুবড়ি হয়ে কোচবিহারের (Cooch behar) বক্সিরহাট দিয়ে রাজ্যে ঢুকবে রাহুলের র‍্যালি। তুফানগঞ্জে শহরে না ঢুকলেও জাতীয় সড়কেই পদযাত্রা করবেন রাহুল। সেখান থেকে সোজা চলে আসবেন কোচবিহার শহরের রেলগুমটিতে। সেখান থেকে স্টেশন চৌপথি হয়ে শহরের মাঝখান দিয়ে সুনীতি রোড ধরে রাজবাড়ির সামনে দিয়ে পদযাত্রা যাবে খাগড়াবাড়ি মোড় পর্যন্ত। তারপর গাড়িতে চেপে পুণ্ডিবাড়ি হয়ে ফালাকাটা পৌঁছোবেন রাহুল। ফালাকাটা শহরেও পদযাত্রা করার কথা কংগ্রেস নেতার।

২৭ জানুয়ারি ফালাকাটায় থেকে বীরপাড়া, বিন্নাগুড়ি হয়ে র‍্যালি যাবে চালসায়। চালসাতে পদযাত্রা হবে। সেখান থেকে লাটাগুড়ি, ময়নাগুড়ি হয়ে ন্যায় যাত্রা ঢুকবে জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়িতে রাহুলের সভা হওয়ার কথা। সেখান থেকে সোজা শিলিগুড়ির (Siliguri) কাওয়াখালিতে পৌঁছাবেন রাহুল। কাওয়াখালির মাঠেই করবেন রাত্রিবাস।

দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকারের কথা, ‘ফালাকাটা ও কাওয়াখালিতে রাত্রিবাসের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রস্তাবিত রুটে খুব একটা এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা নেই। সভা কোথায় কোথায় হবে সেটা এখনও বলা যাচ্ছে না। সব এলাকার নেতারাই চাইছেন রাহুল তাঁদের এলাকায় সভা করুন।’

মূলত আলিপুরদুয়ার (Alipurduar) থেকেই উত্তরের চা বলয়ের শুরু। চা বলয় এক সময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। কোচবিহার থেকে মালদা– উত্তরের বেশিরভাগ পুরসভাই ছিল কংগ্রেসের দখলে। চা বলয় হয়ে উত্তরের প্রায় সব শহর ছুঁয়ে রাহুলের ন্যায় যাত্রা মৃতপ্রায় কংগ্রেসের পুনরুজ্জীবনে নতুন দিশা দেখাবে বলেই আশাবাদী উত্তরের কংগ্রেস নেতারা।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Israel-Hezbollah Conflict | ইজরায়েলের সেনাঘাঁটিতে রকেট হামলা হিজবুল্লার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের সেনাঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লা।…

15 mins ago

Aishwarya Rai Bachchan | ভাঙা হাতেই কানের রেড কার্পেটে দ্যুতি ছড়ালেন ঐশ্বর্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে রেড কার্পেটে নজর কাড়লেন বলিউড…

1 hour ago

Weather Report | তীব্র তাপপ্রবাহে বাড়ছে অস্বস্তি, সোমেই হাওয়া বদল বঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের তীব্র গরমে পুড়ছে রাজ্যবাসী। শনি ও রবিবার উত্তর ও দক্ষিণ…

2 hours ago

Sex Worker | ঘরের বৌকে যৌনকর্মী হতে চাপ! কাঠগড়ায় স্বামী-শাশুড়ি

শিলিগুড়ি: সন্তান জন্মের পর থেকেই বাড়ির বৌকে যৌন ব্যবসায় নামানোর জন্য চাপ দিচ্ছেন খোদ স্বামী…

12 hours ago

Siliguri | গৃহবধূকে দুই মেয়ে সহ বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

শিলিগুড়ি: স্বামীর মৃত্যুর পর থেকেই গৃহবধূকে অত্যাচারের অভিযোগ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে। দুই কন্যা সন্তান…

14 hours ago

Manikchak | তৃণমূল অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

মানিকচক: তৃণমূল (TMC) অঞ্চল সভাপতিকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। মালদার মানিকচকের…

14 hours ago

This website uses cookies.