Top News

মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন করে কেন্দ্রের দিকে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিলেন রাহুল গান্ধি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার নতুন সংসদ ভবনে প্রথম বক্তব্য রাখলেন রাহুল গান্ধি। বক্তব্যের শুরুতে মহিলা সংরক্ষণ বিলকে সমর্থন জানিয়ে এই বিলের একাধিক বিষয় নিয়ে সমালোচনা করলেন কেন্দ্রের। পাশাপাশি জাতিগত জনগণনার পক্ষে জোরাল সওয়াল করলেন কংগ্রেস সাংসদ।

 

এদিন নতুন সংসদ ভবনে প্রথমবার বক্তব্য রাখতে গিয়ে রাহুল বলেন, ‘আমি মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করি। এই সংসদে এসেই সেঙ্গেলের প্রসঙ্গ ওঠে।ক্ষমতার হস্তান্তর নিয়েও কথা হয়। ব্রিটিশদের থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের আগে প্রশ্ন করা হয়, কার হাতে আমরা ক্ষমতা দেব? স্বাধীনতা আন্দোলনকারীরা জবাব দেন, ভারতের নাগরিকদের হাতে। জন্মলগ্ন থেকেই আমাদের দেশের মানুষ মহিলাদের সমর্থন জানিয়ে এসেছে। ভোট হল ক্ষমতা হস্তান্তরের একটা পদ্ধতি মাত্র। এই জার্নিতে ক্ষমতা হস্তান্তর হয়েছে মানুষের হাতে। অন্যদিকে, কাউন্টার আইডিয়া হল ক্ষমতা ছিনিয়ে নেওয়া। এই দুই পদ্ধতির মধ্যে দ্বন্দ্ব সর্বদাই চলবে।’

এরপর মহিলা সংরক্ষণ বিলের ত্রুটি নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ‘আমার মতে, এই বিলটি কয়েকটি জায়গায় অধরা রয়ে গিয়েছে। ওবিসি সংরক্ষণ হয়নি। ভারতের নাগরিকদের অনেকটা জুড়ে রয়েছে ওবিসি গোষ্ঠীর মানুষ। সেই বিষয়টি বাদ রাখা হয়েছে। আরও দু’টি জিনিস রয়েছে, যেখানে আমার খটকা লাগছে। অবিলম্বে একটি জাতিগত জনগণনা প্রয়োজন। নতুন এলাকা পুনর্বিন্যাস প্রয়োজন। আজকেই হয়তো এই বিল কার্যকর হয়ে যেতে পারত। তাই আমি অবাক হচ্ছি, এটা কেন ডিজাইন করা হয়নি। এত করেও বিলটি কার্যকরী হতে সাত-আট-নয় বছর সময় লেগে যাবে।’

অন্যদিকে এদিনও মোদি সরকারকে আদানি ইস্যুতে খোঁচা দিয়ে রাহুল বলেন, ‘ভয় পাবেন না। আমরা আদানি নিয়ে কথা বলছি না। অন্য ইস্যু থেকে নজর সরিয়ে নিতে এরা বরাবর সিদ্ধহস্ত। বিশেষত আদানি ইস্যু।’ এই বিল্ডিং বেশ সুন্দর। সুন্দর ময়ূর। ময়ূরের পালক পড়ে রয়েছে সর্বত্র। কিন্তু, আমরা রাষ্ট্রপতিকে এখানে চেয়েছিলাম।’

সবশেষে রাহুলের গলাতেও শোনা যায় জাতিগত গণনার কথা। জাতিগত গণনা দ্রুত শুরু করার প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে রাহুল বলেন, ‘শীঘ্র জাতিগত জনগণনা করুন। আপনারা না করলে আমরা করে দেব।’

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Abdu Rozik | বাগদান সারলেন ‘বিগ বস’ খ্যাত আবদু রোজিক, পাত্রী কে জানেন?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাগদান সারলেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৬’ খ্যাত বামন তারকা…

3 mins ago

Recruitment scam | সাড়ে ১২ লক্ষ টাকা নিয়ে দিয়েছিলেন ভুয়ো নিয়োগপত্র! কাঠগড়ায় তৃণমূল নেতা

গাজোলঃ এবার শিক্ষক নিয়োগ দুর্নীতির ঘটনায় নাম জড়ালো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের। টাকার…

10 mins ago

Murshidabad Muder Case | ফিরল সুতপা হত্যাকাণ্ডের স্মৃতি! প্রকাশ্য দিবালোকে প্রেমিকাকে খুন করল প্রেমিক

মুর্শিদাবাদ: চার বছরের প্রেমের সম্পর্ক শেষ করতে চেয়েছিল প্রেমিকা। সেই চাওয়াই যে কাল হবে তা…

22 mins ago

Tollywood | এবার সত্যেন বোসের বায়োপিক, মূল চরিত্রে যিশু না অনির্বাণ?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টলিউডে(Tollywood) এবার তৈরি হতে চলেছে কিংবদন্তি বিজ্ঞানী সত্যেন বোসের বায়োপিক। পরিচালক…

39 mins ago

Maldives | মালদ্বীপ থেকে সেনা সরিয়ে নিল ভারত, দু’দেশের মধ্যে কূটনৈতিক চাপানউতোর তুঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চলতি বছরের ১০ মে-এর মধ্যে মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনাকে সরানোর…

48 mins ago

This website uses cookies.