Sunday, February 16, 2025
HomeTop NewsRahul Gandhi | ‘জয় ও পরাজয় গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ’, পরাজিত সুনককে সমবেদনা...

Rahul Gandhi | ‘জয় ও পরাজয় গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ’, পরাজিত সুনককে সমবেদনা রাহুলের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ব্রিটেনের নির্বাচনে (UK Election) জিতে ক্ষমতায় এসেছে লেবার পার্টি। ১৪ বছর পর অবসান হয়েছে কনজারভেটিভ শাসনের। এই পরিস্থিতিতে সদ্য প্রধানমন্ত্রিত্ব খোয়ানো ঋষি সুনককে (Rishi Sunak) সমবেদনা জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi)। সুনকের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন তিনি।

কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে সুনককে লেখা চিঠি পোস্ট করা হয়েছে। সেই চিঠিতে রাহুল লিখেছেন, ‘সাম্প্রতিক নির্বাচনি ফলাফলে আমি আপনাকে সমবেদনা জানাতে চাই। জয় ও পরাজয় দুটোই গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। এই দুইকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে।’ পাশাপাশি তিনি আরও লেখেন, ‘জনসেবার প্রতি আপনার নিষ্ঠা ও মানুষের প্রতি দায়বদ্ধতা প্রশংসনীয়। আপনি থাকাকালীন যেভাবে ভারত ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক জোরদার করার চেষ্টা করেছেন, সেটাও প্রশংসনীয়। আমি আত্মবিশ্বাসী, আপনি আপনার অভিজ্ঞতা থেকে জনজীবনে অবদান রেখে চলবেন।’ অন্যদিকে রাহুল জয়ের শুভেচ্ছা জানিয়েছেন লেবার পার্টির কিয়ের স্টার্মারকেও।

প্রসঙ্গত, এবার যে সুনকের দল হারতে চলেছে তা আগেই আন্দাজ করা হয়েছিল। ফল প্রকাশের পর দেখা যায়, ৪১১টি আসন পেয়ে জয়ী হয়েছে লেবার পার্টি। অন্যদিকে মাত্র ১২১টি আসন পেয়েছে টোরিরা। এবার ভারতীয় বংশোদ্ভূত সুনকের দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিলেন রাহুল।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular