রায়গঞ্জ: লুকিয়ে মোবাইল ফোন নিয়ে ঢুকেছিলেন জনাকয়েক চাকরিপ্রার্থী। নজর এড়ায়নি পরীক্ষকের। পরীক্ষার হল থেকে মোবাইল ফোন সহ ৯ পরীক্ষার্থীকে ধরে ফেললেন পরীক্ষক। রবিবার ঘটনাটি ঘটে রায়গঞ্জ সুরেন্দ্র নাথ কলেজে। পরে ধৃতদের রায়গঞ্জ পুলিশের হাতে তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় পরীক্ষা কেন্দ্রে।
রবিবার সারা রাজ্যেই হয়ে গেল এএনএম ও জিএনএম এর পরীক্ষা। পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। সেকারণে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কঠোর ব্যবস্থা গ্রহন করা হয়েছিল। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও নার্সিংয়ে চাকরির পরীক্ষা দিতে পরীক্ষার হলে ঢুকেছিলেন ৯ পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রে তাঁদের মোবাইলে মেসেজ আদান প্রদান করতে দেখেন জনৈক পরীক্ষক। হাতেনাতে ধরা পড়ে যান পরীক্ষার্থীরা। এদের মধ্যে ৫ জন মহিলা ও ৪ জন পুরুষ। ৯ জনকে মোবাইল সহ পুলিশের হাতে তুলে দেয় কলেজ কর্তৃপক্ষ।
রায়গঞ্জ সুরেন্দ্র নাথ কলেজের অধ্যক্ষ ড: চন্দন কুমার রায় বলেন, “যোগ্য ছেলে মেয়েরা এই অসাধু চক্রের জন্য বঞ্চিত হচ্ছে। এই বিষয় নিয়ে প্রত্যেকের এগিয়ে আসা উচিত। এবং এই বিষয়টিকে কঠোর হাতে প্রতিহত করা উচিত।”