রায়গঞ্জ: মালদায় (Malda) তৃণমূল (TMC) নেতা দুলাল সরকার (Dulal Sarkar) ওরফে বাবলাকে গুলি করে খুনের পর এবার খুনের হুমকি পেলেন রায়গঞ্জ (Raiganj) পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস (Sandip Biswas)। অচেনা নম্বর থেকে ফোন করে তাঁকে গুলি করে ঝাঁজরা করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছেন সন্দীপ বিশ্বাস। পুলিশ ফোন নম্বর ধরে তদন্ত শুরু করেছে। তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি অরিন্দম সরকারের দাবি, এই হুমকি আদৌ দলের অন্তর্দ্বন্দ্বের ফল নয়।
পুরসভার প্রশাসক হিসেবে সন্দীপ বিশ্বাসের সর্বক্ষণের দু’জন দেহরক্ষী রয়েছে। এছাড়া নিজের লাইসেন্সড রিভলভারও তাঁর সঙ্গে থাকে। তা সত্ত্বেও কে তাঁকে এভাবে হুমকি দিল তা ভেবে অবাক হচ্ছেন তিনি। বৃহস্পতিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ তাঁকে ফোন করেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পর সেই ব্যক্তি জানায়, ‘যেখানে দাঁড়িয়ে আছিস সেখানেই থাক, নইলে গুলি করে ঝাঁজরা করে দেব।’ সন্দীপবাবু তার নাম জানতে চাইলে ফের গালিগালাজ করে ফোন কেটে দেয়। এরপরই রায়গঞ্জ থানার আইসিকে ফোনে বিষয়টি জানান সন্দীপ বিশ্বাস। আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। সন্দীপবাবু বলেন, ‘ আমি আতঙ্কিত নই, তবে এর পেছনে কে রয়েছে তা পুলিশ তদন্ত করে দেখবে।’ তবে দলের গোষ্ঠীদ্বন্দ্বের কোনও প্রশ্নই নেই বলেই দাবি করেছেন তিনি।