Wednesday, May 31, 2023
HomeTop News‘কালিয়াগঞ্জ কাণ্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের গ্রেপ্তার করছে পুলিশ’, তোপ দেবশ্রীর

‘কালিয়াগঞ্জ কাণ্ডে বিজেপির সম্ভাব্য প্রার্থীদের গ্রেপ্তার করছে পুলিশ’, তোপ দেবশ্রীর

কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারি নিয়ে পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে বলে অভিযোগ তোলেন তিনি। মঙ্গলবার ১৪৪ ধারাকে মান্যতা দিয়ে কালিয়াগঞ্জের রাধিকাপুরে থানা ভাঙচুর কাণ্ডে গ্রেপ্তার বিজেপি নেতা ও কর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন দেবশ্রী। নিজস্ব দেহরক্ষী ছাড়া জেলা বিজেপির এসসি মোর্চার সভাপতি তারিণীকান্ত রায়কে সঙ্গে নিয়ে প্রায় ১৫টি পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

এদিন দেবশ্রী চৌধুরী জানান, থানা ভাঙচুর কাণ্ডে ইতিমধ্যে হেমতাবাদ ও কালিয়াগঞ্জ মিলিয়ে ৫৬ জন গ্রেপ্তার হয়েছেন। এদের মধ্যে ৫৩ জন তাঁদের দলের সক্রিয় কর্মী এবং নির্দোষ। পুলিশ ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েত ভোটে সম্ভাব্য বিজেপি প্রার্থীদের গ্রেপ্তার করে এলাকায় দলকে দুর্বল করার চেষ্টা করছে। বিজেপি সাংসদের কথায়, ‘তৃণমূল পুলিশকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। পুলিশ এমনও পরিবার থেকে গ্রেপ্তার করেছে যার বাড়িতে ছেলে বিজেপি করে, বাবা তৃণমূল করে। আমরা রাজনৈতিক রং দেখছি না। মানবিকভাবে ঘটনায় নির্দোষ মানুষের পাশে দাঁড়াচ্ছি। আইনি সহযোগিতার জন্যে হাত বাড়িয়ে দিচ্ছি।’

থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার রাজু বর্মনের পরিবারের সঙ্গে এদিন দেখা করেন দেবশ্রী চৌধুরী। রাধিকাপুরের মালজুমের বাসিন্দা রাজুর বাড়িতে যান তিনি। রাজুর মা ও স্ত্রীর সঙ্গে দেখা করেন। রাজুর পরিবারের দাবি, রাধিকাপুর এলাকার বিরিয়ানি বিক্রেতা রাজু থানা ভাঙচুরের দিন সারাক্ষণ নিজের দোকানেই ছিলেন। জানা গিয়েছে, এবার পঞ্চায়েত ভোটে এলাকায় বিজেপি প্রার্থী হওয়ার তালিকায় নাম উঠে এসেছিল রাজুর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments