রায়গঞ্জ: বেগুন দিয়ে চেনা যায় বিকোরকে। শীতের উপাদেয় সেই বিকোরের বেগুন এখন অগ্নিমূল্য। যার কোপ পড়ছে সাধারণের পকেটে। রায়গঞ্জের (Raiganj) প্রসিদ্ধ বিকোরের বেগুন (Brinjal) বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ টাকায়। কারণ হিসেবে উঠে আসছে কম ফলন এবং বন্যার কথা। শখের বেগুনেই এখন হাত পুড়ছে বিকোরের বেগুনপ্রেমীদের।
রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি বলেন, ‘এবার বাজারে যে বেগুন পাওয়া যাচ্ছে, এটাই যথেষ্ট। দুবারের বন্যায় আশাপুর, পারার পুকুর, বাহিন গ্রামে বেগুনের ফলন হয়নি।’
পারার পুকুরের বেগুনচাষি রহমতুল্লাহ বলেন, ‘বন্যা তো বটেই। এবছর ফলনও কম। তাই নিরুপায় হয়ে দাম বাড়াতেই হচ্ছে। আমরা নিজেরাও লাভ করতে পারছি না।’
দেবীনগর বাজার কমিটির সম্পাদক দীপঙ্কর প্রামাণিক বলেন, ‘শীতকালে আমাদের বাজারের প্রতিটি সবজির দোকানে বিকোরের বেগুন ছেয়ে থাকত। কিন্তু এবছর বাজারে বেগুনের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে।’
বেগুন কিনতে এসে হতাশ বিকাশ মণ্ডল। তিনি বলেন, ‘এই বেগুনগুলো ভর্তা, পোড়া, ভাজা খেতে দারুণ মজার হয়। কিন্তু এবার বেগুনে হাতই দিতে পারছি না। প্রতি বছর বাইরের আত্মীয়দের এই বেগুন পাঠাই। মনে হচ্ছে, এবার আর পাঠানো হবে না।’