রায়গঞ্জ: ভোটের প্রচার সেরে ফেরার পথে এক সিপিএম কর্মীকে মারধর! রায়গঞ্জ থানার বিন্দোলের কৈলাডাঙ্গি গ্রামের ঘটনা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই সিপিএম কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ। জখম সিপিএম কর্মীর নাম মনোয়ার হোসেন (২৩)। তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনায় আটজনের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন জখম যুবকের বাবা ইনসান আলি।
জখম মনোয়ার হোসেনের অভিযোগ, রবিবার রাতে তিন বন্ধুর সঙ্গে আমি প্রচার সেরে বাড়ি ফিরছিলাম। সেই সময় আট থেকে ন’জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী আমাদের পথ আটকায়। অকথ্য ভাষায় গালিগালাজ করে। সিপিএমের প্রচার করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় দুষ্কৃতীরা। প্রতিবাদ করতেই আমাকে লাঠি-কাঠ দিয়ে মারধর শুরু করে তারা। কোনওরকমে সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচি।’ তিনি বলেন, ‘তৃণমূল যদি এভাবে অশান্তি করে তাহলে আমরা তো এরপর চুপচাপ থাকব না। গ্রামের মানুষ জোট বেঁধে প্রতিবাদ করবে। আমাদের অধিকার কেড়ে নিতে পারবে না। আমরা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। দেখা যাক পুলিশ কি করে।’
এদিকে, এই ঘটনায় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। যদিও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপঙ্কর বর্মনের দাবি, ‘কংগ্রেসের সঙ্গে সিপিএমের কর্মীদের মারপিট হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই ধরনের কাজকে আমরা সমর্থন করি না।’ পুলিশ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। বিন্দোল গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী মনসুর আলির দাবি, ‘তৃণমূল হেরে যাওয়ার আতঙ্কে বিরোধীদের মারধর করছে। আমরা কেন্দ্রীয় বাহিনী চাইছি।’