বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: এক তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জ থানার একটি গ্রামে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে দূরপাল্লার ট্রাক, বাস সহ একাধিক যানবাহন।
পুলিশকর্মীদের একাংশ জানিয়েছেন, ওই তরুণী বিশেষভাবে সক্ষম। গতকাল দুপুরে বাড়িতে তিনি একাই ছিলেন। বাবা-মা, দু’জনেই কাজে বাইরে গিয়েছিলেন। সেই সময় তাঁর বাবার সঙ্গে কর্মরত এক শ্রমিক বাড়িতে কেউ না থাকার সুযোগ তাঁকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। ওই তরুণী চিৎকার চ্যাঁচামেচি শুরু করলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তরুণীর বাবা-মা দ্রুত বাড়ি ফিরে আসেন। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের দীর্ঘক্ষণ বোঝানোর পর তাঁরা জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন।
ওই তরুণীর বাবা বলেন, ‘আমি ও আমার স্ত্রী কাজের সূত্রে বাইরে ছিলাম। মেয়ে বাড়িতে একাই ছিল। আমার মেয়ে বিশেষভাবে সক্ষম। অভিযুক্ত তরুণ আমাদের সঙ্গেই রাজমিস্ত্রির কাজ করত। সে আমার কাছে কিছু টাকা পায়। সেই টাকা নিতে গতকাল আমার বাড়িতে এসেছিল। বাড়িতে কেউ না থাকার সুযোগে ও আমার মেয়ের শ্লীলতাহানি করে। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অথচ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেনি। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে আমরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছি। আমরা চাই অভিযুক্তর দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
রায়গঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, ‘এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে।’