রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) পুরসভার অধীনে শহরের সৌন্দর্যায়নের জন্যে লাগানো হয়েছে নীল, সাদা, ত্রিফলা সহ নানা ধরনের আলো (Light)। রাতের শহর ঝলমলে হলেও পথবাতির নীচের অংশেই হা করে বের হয়ে আছে ইলেক্ট্রিকের খোলা তার। যে-কোনও মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন শহরের একাংশ নাগরিক।
রায়গঞ্জের বাসিন্দা রূপক সরকার জানান, ‘সম্প্রতি কলকাতার শহরতলিতে বর্ষার জলে খোলা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান এক তরুণী। রায়গঞ্জ শহরের প্রধান রাস্তার বেশ কিছু পথবাতির নীচের ইলেক্ট্রিকের তার যেভাবে বেরিয়ে আছে, বিপদ ঘটতে পারে যে- কোনও মুহূর্তে।’
কলেজপাড়ার রবি বসাক বলেন, ‘পথবাতিগুলির অধিকাংশের নেই কোনও ঢাকনা। কোনওটার ঢাকনা থাকলেও সেগুলো দায়সারাভাবে লাগানো রয়েছে। বেরিয়ে আসছে হাই ভোল্টেজ তারের ব্ল্যাকটেপ লাগানো অংশ। এতে শর্টসার্কিট হতে পারে। প্রচুর প্রাণহানি ঘটতে পারে।’
রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ির বক্তব্য, ‘শহরের যে সকল অংশে সামান্য বৃষ্টিতেই জল দাঁড়িয়ে থাকে সেখানে যদি এমন তার ঝুলতে থাকে, তবে সেটা বিপজ্জনক। দ্রুত এর মেরামতি হওয়া প্রয়োজন।’
রায়গঞ্জ পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারপার্সন অরিন্দম সরকার জানান, ‘আমরা বিষয়টি পুরসভার বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানাব। খুব দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।’ বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার মানুচন্দ্র বর্মন বলেন, ‘রাস্তার কাছাকাছি এই তারগুলো পুরসভার নিজের সৌন্দর্যায়নের ব্যবহৃত তারের অংশ। এটাতে আমাদের কিছু করার নেই। এই বিপজ্জনক তারকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে বিপদ ঘটতে পারে।’