উত্তরবঙ্গ

Raiganj | চিকিৎসক নিগ্রহের ঘটনায় আদালতে আত্মসমর্পণ তৃণমূল নেত্রীর

রায়গঞ্জ: চিকিৎসক নিগ্রহের (Doctor Assaulted) ঘটনায় আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূলের (Uttar Dinajpur TMC) জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা। তিনি রায়গঞ্জ পুরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলার তথা বর্তমান ওয়ার্ড কোঅর্ডিনেটর। শনিবার দুপুরে তিনি রায়গঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেন বিচারক। পাশাপাশি, এই ঘটনায় তৃণমূলের দুই কর্মীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন জয়দেব বিশ্বাস ও ছোটন মণ্ডল। এদিন তাঁদেরও শর্তসাপেক্ষে জামিন দেয় আদালত।

রায়গঞ্জ আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর সাওন চৌধুরী বলেন, ‘রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় তৃণমূলের জেলা সভানেত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন চিকিৎসকেরা। এদিন চৈতালি ঘোষ সাহা আদালতে এসে আত্মসমর্পণ করেন। দীর্ঘ সওয়াল জবাবের পর তাঁকে জামিনের নির্দেশ দেন বিচারক।’ অভিযুক্তদের তরফে আইনজীবী শুভদীপ মুখোপাধ্যায় বলেন, ‘চিকিৎসকরা যেমন অভিযোগ করেছেন, আমরাও অভিযোগ করেছি। অভিযোগ এবং পালটা অভিযোগ দায়ের হয়েছে। বিচারক আমাদের মক্কেলকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন।’

গত ২৭ জুন রাতে রায়গঞ্জের বন্দর এলাকার আড়াই বছরের এক শিশু পেটের ব্যথা নিয়ে হাসপাতালে (Raiganj Medical College) ভর্তি হয়। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও ওই শিশুকে চিকিৎসা না করায় যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। অভিযোগ, ওই শিশুর পরিবার ও পরিজন সহ বন্দর এলাকার ৬০ থেকে ৭০ জন যুবক হাসপাতালে এসে প্রথমে চিকিৎসকদের মারধর করে। এরপর হাসপাতালে ভাঙচুর চালায়। ঘটনায় জখম হন সাতজন চিকিৎসক। ঘটনাস্থলে রায়গঞ্জ (Raiganj) থানার বিশাল পুলিশবাহিনী ও সেনা কর্মীরা পৌঁছে পরিস্থিতি সামাল দেন। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন হবু চিকিৎসকেরা। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Siliguri | প্রধান থেকে আধিকারিক কেউই নেই! পঞ্চায়েত অফিসে অচলাবস্থা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: তীব্র অচলাবস্থা চালু হয়েছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে পরিষেবা নিতে…

7 mins ago

Jalpaiguri | সরকারি জমি জবরদখল রুখতে বসল সাইনবোর্ড

নাগরাকাটা: পড়ে থাকা সরকারি জমিতে (Govt Land) সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি…

23 mins ago

Pigeon Racing | আজও পায়রা দৌড়ের আয়োজন করেন রায়গঞ্জের রাজকুমার, কীভাবে হয় এই দৌড়?

রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা…

28 mins ago

Leopard Fear | এলাকায় ঘুরছে চিতাবাঘ! পায়ের ছাপ দেখে আতঙ্কে কাঁটা গ্রাম

নীলাংশু চক্রবর্তী, উছলপুকুরি: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক (Leopard Fear) ছড়াল বাসিন্দাদের মধ্যে।…

41 mins ago

Chopra Assault Case | ‘ঘৃণাভাষণ’ দেওয়ার অভিযোগ! চোপড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ শংকরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় (Chopra Assault Case) ‘ঘৃণাভাষণ’ দিয়েছেন তৃণমূলের বিধায়ক…

1 hour ago

Elephant attack | হাতির হানা অব্যাহত নাগরাকাটায়, ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি

নাগরাকাটা: হাতির হানা অব্যাহত নাগরাকাটায়। শনিবারের পর রবিবার গভীর রাতেও দলছুট হাতি তাণ্ডব চালায় সুখানি…

2 hours ago

This website uses cookies.