রাজ্য

Raiganj university | নির্বাচনি বিধির তোয়াক্কা না করে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক সভা! বিতর্কে ওয়েবকুপা

দীপঙ্কর মিত্র, রায়গঞ্জ: রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে (Raiganj University) এবার নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠল তৃণমূলের অধ্যাপক সংগঠনের বিরুদ্ধে (ওয়েবকুপা) (WBCUPA)। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কনফারেন্স রুমে একটি নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চত্বরে এভাবে রাজনৈতিক সভা আয়োজনের তীব্র নিন্দা করেছেন গেরুয়া অধ্যাপক সংগঠনের সদস্যরা। তবে কর্মসূচির আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলম বেগ নির্বাচনি সভার কথা স্বীকার করলেও উপাচার্য দীপককুমার রায় তা মানতে করতে চাননি। ওয়েবকুপার রাজ্য কমিটির যুগ্ম সম্পাদক পিনাকী রায়ের দাবি, ‘নির্বাচনের বিষয় নিয়ে এদিন আলোচনা হয়নি।’

৩০ মার্চ তৃণমূলের অধ্যাপক সংগঠনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। সেই কনভেনশন সফল করতে এবং আসন্ন লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে তৃণমূল প্রার্থীকে জয়ী করার আবেদন জানিয়ে এদিন সকাল ১০টায় উপাচার্যের কনফারেন্স হলে সভার ডাক দিয়েছিল ওয়েবকুপা। ২৫ জন অধ্যাপক -অধ্যাপিকা সভায় ছিলেন বলে দাবি ওই সংগঠনের।

সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক সিদ্দিক আলম বেগ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে (Raiganj University) পরীক্ষা চলছে। তাই যাঁদের আজ ডিউটি ছিল না তাঁদের নিয়ে সভা করা হয়। রাজ্য কনভেনশেন কীভাবে সফল করা যায়, সেটাই ছিল মূল আলোচ্য বিষয়। এছাড়া আসন্ন লোকসভা নির্বাচনে দলের প্রার্থীকে কীভাবে আমরা সহায়তা করব, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা উপাচার্যের অনুমতি নিয়েই কনফারেন্স রুমে মিটিং করেছি।’

এখন প্রশ্ন উঠছে, নির্বাচনি আচরণ বিধি জারি হওয়ার পরে উপাচার্যের কনফারেন্স রুমে পোস্টার লাগিয়ে কীভাবে তৃণমূলের অধ্যাপক সংগঠনকে সভা করার অনুমতি দেওয়া হল? এবিষয়ে উপাচার্য দীপককুমার রায়ের বক্তব্য, ‘শিক্ষকেরা নিজস্ব বিষয় নিয়ে বসতেই পারেন। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জয়ী করার জন্য যদি মিটিং করে থাকেন কাম্য নয়।’ তাঁর সাফাই, ‘কোনও রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়নি। যদি এমন কোনও ঘটনা ঘটে তবে তাঁদের সঙ্গে কথা বলব। কী হয়েছে দেখে পরবর্তী পদক্ষেপ নেব।’ যদিও এতে বিতর্ক থামছে না।

বিশ্ববিদ্যালয়ের (Raiganj University) গেরুয়া অধ্যাপক সংগঠনের সদস্য তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাবুলাল বালা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এভাবে রাজনৈতিক সভা করার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘উপাচার্যের কনফারেন্স রুমকে এভাবে রাজনৈতিক দলের প্রচারের কাজে ব্যবহার ঠিক নয়।’ এবিআরএসএমের রাজ্য সম্পাদক অরিন্দম বেরাও ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

Web Desk

Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Recent Posts

Changrabandha | আর্থিক প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সুচিত্রার! উচ্চমাধ্যমিকে দিনমজুরের মেয়ের সফলতার গল্প মুখে মুখে

চ্যাংরাবান্ধাঃ অন্যের জমিতে চাষবাস করেই চলে সংসার। নুন আনতে পান্তা ফুরোনোর পরিস্থিতি। এই আর্থিক প্রতিকূলতা…

11 mins ago

Amit Shah | অন্ডাল বিমানবন্দরে অমিত শা’কে বিদায় জানাতে ‘কয়লা মাফিয়া’! অভিযোগ তৃণমূলের

আসানসোল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’কে (Amit Shah) বিদায় জানাতে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজি নজরুল…

16 mins ago

Balurghat Hospital X-Ray | এক্স-রে মেশিন থেকেও বন্ধ! কেন এমন পরিস্থিতি বালুরঘাট হাসপাতালে?

বালুরঘাট: বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat hospital) আকাল এক্স-রে প্লেটের (Insufficiency of X-ray plates)। প্লেটের অভাবে…

33 mins ago

POK | অন্যায্য করের বোঝা! বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জনগণের বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর (POK)। কয়েকদিন আগেই নতুন কর…

50 mins ago

Elephant attack | ফের হাতির হানা ছোটা ফাঁপড়িতে, জানালা ভাঙল আইসিডিএস সেন্টার ও শিশু শিক্ষা কেন্দ্রের

শিলিগুড়ি: অন্যত্র খাদ্য সামগ্রী সরিয়েও কাজের কাজ কিছু হল না, ফের হাতির হামলার মুখে পড়তে…

2 hours ago

Jalpaiguri News | নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল ডাম্পার, কোনমতে প্রাণ বাঁচল চালকের

বেলাকোবা: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল পাথর বোঝাই ডাম্পার (Dumper loaded with stones)। অল্পের জন্য প্রাণে…

2 hours ago

This website uses cookies.