রায়গঞ্জ: বিধায়ক কৃষ্ণ কল্যাণীর হস্তক্ষেপে দীর্ঘ দুই মাস পর স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভ তুলে নিয়ে কাজে যোগ দিয়েছেন আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষকদের তৈরি টিচার্স কাউন্সিলের সদস্যরা শুক্রবার বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, রবিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শৌচাগারগুলি সাফাই করা না হলে তারা নিজেরাই শৌচাগারগুলি সাফাইয়ের কাজে হাত লাগাবেন।
টিচার্স কাউন্সিলের সভাপতি অধ্যাপক দেবাশীষ বিশ্বাসের এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়েননি রায়গঞ্জের বিধায়ক। বিধায়ক বলেন, ‘আমার কাছে ছাত্ররা অভিযোগ করেছেন উনি তো ক্লাস নেন না। উনি যেহেতু নিজের দায়িত্ব পালন করছেন না, তাই শৌচাগার পরিস্কার করার দায়িত্ব যদি নেন, তাহলে আপত্তি নেই। উনি স্টুডেন্টদের না পড়িয়ে শুধু রাজনীতি করছেন। কীভাবে একটি রাজনৈতিক দলকে ফায়দা দেওয়া যায় তার চেষ্টা করে যাচ্ছেন। অনেক অভিযোগ এসেছে তাঁর বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘এর আগে বিশ্ববিদ্যালয়ে একটি অভিযোগ গ্রহণের জন্য কমপ্লেইন বক্স লাগাতে চেয়েছিলাম, কিন্তু দেননি। আর কিছুদিনের মধ্যে নতুন উপাচার্য আসবেন, এরপর আমি বিশ্ববিদ্যালয়ে যাব।’
বিধায়ক বলেন, ‘উনি একজন অধ্যাপক হয়ে শৌচাগার পরিস্কার করতে চাইছেন, এটা কি বার্তা দিতে চাইছেন। আজ নিজের দায়িত্ব থেকে সরে গিয়ে উনি শৌচাগার পরিস্কার করতে চাইছেন। ওনার যদি এই কাজ ভালো লাগে, তাহলে নতুন করে আবেদন করুক। আমাদের কোনও আপত্তি নেই। উনি যেহেতু নিজে বেছে নিয়েছেন, আর কেউ যদি এই কাজ নিজে পছন্দ করে তাতে আমাদের আপত্তি থাকার কথা নয়।’
বিশ্ববিদ্যালয়ের শৌচাগার পরিস্কার প্রসঙ্গে বিধায়কের কটাক্ষে টিচার্স কাউন্সিলের সভাপতি দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এটা তো আমার কথা নয়, টিচার্স কাউন্সিলের কথা। ব্যক্তিগত ভাবে নিচ্ছি না।’ বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন না, এই প্রসঙ্গে দেবাশীষবাবু বলেন, ‘ওটা ওনার রুচির পরিচয়। এই বিষয়ে আমার কোনও বক্তব্য নেই।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসতেই আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নেওয়ার কথা অন্তবর্তীকালীন উপাচার্য দীপক কুমার রায়ের। নতুন করে এই নোটিশ করেছেন রেজিস্ট্রার। এক মাসের বেশি সময় হল, উনি বিশ্ববিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। দুই মাস আন্দোলন চলায় চারিদিক নোংরা আবর্জনায় ভরেছে, তাই ছুটির দিনে বিশ্ববিদ্যালয়ের পরিস্কার পরিচ্ছন্নের কাজ হচ্ছে পুরোদমে।