ডিজিটাল ডেস্ক: সরকারী পরীক্ষার অনিয়ম নিয়ে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি বিহারে। রেলের পরীক্ষায় অনিয়ম হয়েছে এই অভিযোগে বিহারের জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ। কার্যত পরীক্ষার্থীরা বিহারে ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে, ভাঙচুর চালিয়েছে পালা করে। অন্যদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করার কথা বলেছেন। কার্যত আজকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আবেদন করেছেন, আইন হাতে তুলে না নেওয়ার জন্য। পাশাপাশি তিনি জানিয়েছেন, রেলের পরীক্ষায় উত্তীর্ণ এবং অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের জন্য একটি কমিটি গঠন করা হচ্ছে। সেই কমিটিতে যাবতীয় অভিযোগ জানানো যাবে। কমিটি এ ব্যাপারে রিপোর্ট দেবে রেলকে। কেন্দ্রীয় রেলমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 16 ফেব্রুয়ারি পর্যন্ত কমিটিতে যাবতীয় অভিযোগ জমা করা যাবে। এই উদ্দেশ্যে একটি ইমেইল দেওয়া হয়েছে কেন্দ্রীয় তরফ থেকে। পরীক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ পেলে রেলের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হবে, সে দিকেই থাকছে নজর।
কবে উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো স্টেশন?
ডিজিটাল ডেস্কঃ শিয়ালদহ মেট্রো চলাচল কবে থেকে শুরু হবে তাই নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে জল্পনা। পয়লা বৈশাখ শিয়ালদহ মেট্রো উদ্বোধন...
Read more