কোচবিহার: ঘনঘন রেল দুর্ঘটনায় (Train Accident) কর্তৃপক্ষের পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে রেলকর্মীদের আধুনিক প্রশিক্ষণে উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জোর দিয়েছে (Railway Training)। সম্প্রতি রেলকর্মীদের ভার্চুয়াল ও মিক্সড রিয়েলিটির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যার মাধ্যমে তাঁরা ট্রেনের ইঞ্জিন ও কোচের বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পেরেছেন। পাশাপাশি, জরুরি পরিস্থিতির মোকাবিলা, সুরক্ষা ব্যবস্থা মজবুতের কৌশল, সবই শেখানো হয়েছে। গোটাটাই অডিও ভিজুয়াল ব্যবস্থার মাধ্যমে শেখানো হয়েছে।
২০২৩ সালের অগাস্ট মাসে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের আলিপুরদুয়ারে মাল্টি-ডিসিপ্লিনারি জোনাল ট্রেনিং ইনস্টিটিউটে রেলকর্মীদের প্রশিক্ষণ শুরু হয়েছিল (Indian Railways)। এই পর্যন্ত ২ হাজার ২০ জন রেলকর্মী প্রশিক্ষিত হয়েছেন। তার মধ্যে ৫১৬ জন স্টেশন ম্যানেজার, ৩৭২ জন ট্রেন ম্যানেজার, ৫৫৫ জন ট্রেনচালক, ৫৫০ জন সহকারী ট্রেনচালক, ২৭ জন ইঞ্জিনিয়ার সহ অন্য রেলকর্মী রয়েছেন। প্রশিক্ষণে সুবিধার জন্য কোচিং সেন্টারে বসে আধুনিক ব্যবস্থার মাধ্যমে কর্মীদের হাতে জয়স্টিক রেখে এবং হেডসেটের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা বলেন, ‘সুরক্ষা ব্যবস্থায় রেলকর্মীদের দক্ষতা বেড়েছে। কীভাবে সময় মেনে সমস্ত কাজ পরিচালনা করতে হয় তা শেখানো হয়েছে। ট্রেন পরিচালনার ক্ষেত্রে এই প্রশিক্ষণ বিশেষ কাজে লাগবে।’