রাজ্য

Asansol | মালগাড়ির ধাক্কায় আসানসোলে কর্মরত রেল কর্মীর মৃত্যু, বিক্ষোভ শ্রমিক সংগঠনগুলির

আসানসোল: কর্মরত অবস্থায় মালগাড়ির ধাক্কায় মৃত্যু হলো পূর্ব রেলের আসানসোল ডিভিশনের এক রেলকর্মীর। শনিবার সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কুলটি ও সীতারামপুরের মাঝে ৩ নং ব্রিজের কাছে। এই ঘটনার পরে আসানসোল ডিভিশনে কর্মরত রেল কর্মীদের কাজের চাপ, সুরক্ষা ও রেল আধিকারিকদের একাংশের বিরুদ্ধে অভব্য আচরণের মতো অভিযোগ তুলে সরব হয়েছেন একাধিক সর্বভারতীয় রেল শ্রমিক সংগঠনের নেতৃত্বরা।
রেল হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃত রেল কর্মীর নাম নিতাইপদ সেন ( ৪৬)। তাঁর বাড়ি আসানসোলের ইসমাইলে। তিনি পূর্ব রেলের আসানসোল ডিভিশনের কনস্ট্রাকশন বিভাগে টেকনিশিয়ান (১) পদে কর্মরত ছিলেন। এদিন সীতারামপুর ও কুলটির মাঝে ৩ নং ব্রিজের কাছে ওভারহেড তার ছিঁড়ে যায়।সেইখানে কাজ করার সময় কোন একটা জিনিস আনতে পাশের রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিতাইপদ। সেই সময় একটি মালগাড়ি তাঁকে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়ে গুরুতর জখম হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে আসানসোলে ডিভিশনাল রেল হাসপাতালে আনা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ওই রেলকর্মীর পরিবারের সদস্যদের পাশাপাশি রেল শ্রমিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে আসেন। আসেন এডিআরএম, সিনিয়র ডিপিও সহ উচ্চপদস্থ রেল আধিকারিকরাও।
রেল শ্রমিক সংগঠনের দুই নেতা সুনীল দত্ত ও সুধীর রায় অভিযোগ করে বলেন, ‘ রেল কর্মীদের কাজ করার সময় কোন সুরক্ষা নেই। ৫ জনের কাজ দুজনকে দিয়ে করানো হচ্ছে। তার সঙ্গে রেল আধিকারিকদের অভব্য আচরণ ও হুমকি তো আছেই। এরফলে কর্মীরা মানসিক চাপের মধ্যে থাকেন। যে কারণে এমন ঘটনা ঘটছে।’
এদিকে রেলের তরফে বলা হয়েছে, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। শ্রমিক সংগঠনগুলির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম অনুযায়ী মৃত কর্মীর পরিবারের এক সদস্যকে চাকরি ও আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তাঁরা।

Uttarbanga Sambad

Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Recent Posts

Arvind Kejriwal | কেজরিকে গ্রেপ্তার করল সিবিআই, আদালতেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালত কক্ষের ভেতরেই অসুস্থ হয়ে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM…

10 mins ago

Elephant | জাতীয় সড়কের পাশে জঙ্গলে ঠায় দাঁড়িয়ে গজরাজ, দেখতে ভিড় উৎসুক মানুষের

চালসা: জাতীয় সড়কের পাশে জঙ্গলের মধ্যে ঠায় দাঁড়িয়ে গজরাজ (Elephant)। আপন মনে খেতে ব্যস্ত। বুধবার…

10 mins ago

Uttar Pradesh | সমকামী সম্পর্ক স্থাপনে নারাজ বৌমা, ব্লেড দিয়ে ফালাফালা করে দিল শাশুড়ি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুত্রবধূকে সমকামী(Homosexual) সম্পর্কে জোর করেছিল শাশুড়ি। আর তাতে আপত্তি করায় ব্লেড…

40 mins ago

নাটক না লিখেও রঙ্গমঞ্চ মাতিয়েছিলেন বঙ্কিমচন্দ্র

অমিত্রসূদন ভট্টাচার্য বিনোদিনী দাসী লিখেছিলেন, ‘বঙ্কিমবাবু মহাশয় নিজে বলিয়াছিলেন যে- আমি মনোরমার চিত্র পুস্তকেই লিখিয়াছিলাম,…

52 mins ago

দেহত্যাগের আগে এখন পদত্যাগ নয়

আশিস ঘোষ নৈতিকতা। ছোট্ট কিন্তু প্রচণ্ড ভারী একটা শব্দ। এ যুগে অতি বিরল। খুঁজেপেতে বের…

1 hour ago

Inzamam-ul-Haq’s bizarre claim | আর্শদীপের বিরুদ্ধে বল বিকৃতির উদ্ভট অভিযোগ ইনজামামের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এবারের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। কানাডা, আয়ারল্যান্ডের…

1 hour ago

This website uses cookies.