Exclusive

Railway | আলিপুরদুয়ার ডিভিশনে কাজ শুরু, ১৩০ কিমি গতিতে ছুটবে ট্রেন

চাঁদকুমার বড়াল, কোচবিহার: বর্তমানে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (Railway) পাঁচটি ডিভিশনে গড়ে ১০০ থেকে ১১০ কিমি সর্বোচ্চ গতিতে ট্রেন চলছে। এবার তা আরও বাড়িয়ে ১৩০ কিলেমিটার গতিবেগে চালানোর লক্ষ্যমাত্রা নিয়েছে রেল। এর জন্য ইতিমধ্যে আলিপুরদুয়ার ডিভিশনে (Alipurduar Division) কাজও শুরু হয়ে গিয়েছে। প্রথম ধাপে নিউ আলিপুরদুয়ার (New Alipurduar Railway Station) থেকে জলপাইগুড়ি রোড স্টেশন (Jalpaiguri Road Station) পর্যন্ত ১১১ কিলোমিটার রেলপথকে কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বলে রেল সূত্রে খবর। তবে আলিপুরদুয়ার ডিভিশনের ডুয়ার্স সেকশন এবং নিউ কোচবিহার-মাথাভাঙ্গা সেকশনে কাজ পরে হবে।

চলতি ২০২৪-’২৫ আর্থিক বর্ষের মধ্যে কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন রেলের আলিপুরদুয়ারের ডিভিশনাল কমার্সিয়াল ম্যানেজার অঙ্কিত গুপ্তা। তাঁর কথায়, ‘কাজ সবে শুরু হয়েছে। রেললাইনে ব্লক নিয়ে কাজ করতে হয়। তাই সময় লাগবে। ট্র্যাক পরিবর্তন হলে দ্রুত ট্রেন চলবে। পাশাপাশি নিরাপত্তা বাড়বে। প্রতিদিন অন্তত দু’ঘণ্টা করে কাজ হচ্ছে।’

রেল সূত্রে জানা গিয়েছে, দেশে কয়েকটি এলাকায় ১৬০ কিলোমিটার গতিবেগেও ট্রেন চলে। দেশের এই অংশে ধাপে ধাপে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর পরিকল্পনা রয়েছে রেলের। তারই প্রথম পর্যায়ে ১৩০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে এনএফ রেলের কাটিহার ডিভিশনে কাজ শুরু হয়েছিল। এরপর আলিপুরদুয়ার ডিভিশনেও ধীরে ধীরে কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে প্রথম ধাপে গুরুত্ব দেওয়া হয়েছে নিউ আলিপুরদুয়ার থেকে নিউ কোচবিহার হয়ে যে রেলপথ নিউ জলপাইগুড়ি গিয়েছে।

রেল আধিকারিকরা জানিয়েছেন, ট্র্যাক পরিবর্তন হলে ট্রেনের গতি বাড়বে। সেক্ষেত্রে দ্রুত ট্রেন চললে যাত্রীদের সুবিধা হবে। রেলের পরিকাঠামোও উন্নত হবে। সময়মতো ট্রেন চালানো যাবে।

এদিকে, ১৩০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালাতে হলে রেললাইনের নীচের মাটির অংশ মজবুত করতে হবে। পাশাপাশি সমস্ত রেলসেতুরও পরিকাঠামো উন্নয়ন করা প্রয়োজন। সেক্ষেত্রে যাবতীয় সিস্টেমে কিছু পরিবর্তন করতে হবে। স্বাভাবিকভাবই ওই কাজের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এর জন্য কেন্দ্র থেকে অর্থবরাদ্দ করা হয়েছে।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Rohit Sharma | পিচের মাটি খেয়ে বিশ্বজয়ের আস্বাদ নিলেন আবেগতাড়িত রোহিত, দেখুন ভিডিও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারের শেষ বল পর্যন্ত ছিল টানটান উত্তেজনা।…

19 mins ago

Dead Body Rescued | শ্বাসরোধ করে খুন! তালাবন্দি জেল কোয়ার্টার থেকে প্রৌঢ়ার দেহ উদ্ধার

বালুরঘাট: তালাবন্দি জেল কোয়ার্টার থেকে এক প্রৌঢ়ার মৃতদেহ উদ্ধার হল। রবিবার ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। পুলিশ…

38 mins ago

Chopra | পরকীয়ার অভিযোগ! সালিশি সভা বসিয়ে যুগলকে নৃশংশ মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সালিশি সভার নামে তালিবানি অত্যাচারের ঘটনা ঘটল উত্তর দিনাজপুরের চোপড়ায়! বিবাহবহির্ভূত…

45 mins ago

Elephant Attack | ঘুম ভাঙতেই চোখের সামনে শুঁড় দোলাচ্ছে দাঁতাল! পালিয়ে প্রাণে বাঁচলেন দুই কর্মী

ময়নাগুড়ি: গভীর রাতে রিসর্টে হানা দাঁতালের (Elephant Attack)। কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচলেন দুই কর্মী। রিসর্টের…

45 mins ago

Coochbehar | রাত কাটতেই ভোলবদল! তৃণমূলে যোগ দিয়েই সকালে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য

অমিতকুমার রায়, হলদিবাড়ি: মাঝখানে ব্যবধান কয়েকঘণ্টার। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে ফের ফিরলেন পুরোনো দলেই।…

54 mins ago

Rohit Sharma | ‘ফাইনালে নার্ভাস ছিল, আগের রাতেও ঘুমোতে-খেতে পারিনি’, বললেন রোহিত শর্মা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রোহিতের হাত ধরে টি২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল ভারত। গত সাত…

57 mins ago

This website uses cookies.