উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা (Bengal Weather)। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বুধবার জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হবে (Rain in Bengal)। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো (Storm) হাওয়া বইবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতি থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার এবং কোচবিহারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। শনিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের এক-দু’টি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ওই তিনদিন যে জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। পরবর্তী দু’দিনে সর্বোচ্চ তাপমাত্রার তেমন হেরফের হবে না।
অন্যদিকে, এদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতি থেকে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। কোথাও ঝড়-বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়নি। বরং বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।