উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ বছরে পা দিল টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Raj-Subhashree) পুত্র ইউভান চক্রবর্তী (Yuvaan Chakraborty)। মাতৃগর্ভ থেকেই যে সে লাইমলাইটে, তা আর বলার অপেক্ষা রাখে না। ছেলের জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকেই রাজ-শুভশ্রীর আরবানার ফ্ল্যাটে ব্যস্ততা তুঙ্গে।
২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজ পরিবারে আসে নতুন সদস্য ইউভান। বলিউড (Bollywood) হোক বা টলিউড (Tollywood), স্টারকিডরা বরাবরই লাইমলাইটে। সেক্ষেত্রে ব্যতিক্রম নয় ইউভানও। জানা গিয়েছে, ‘অ্যাভেঞ্জার্স’ যেহেতু ইউভানের খুব পছন্দের, তাই তার জন্মদিনের আসরও সেজে উঠছে সেই থিমের অনুকরণে। বিকেলে ছেলের বন্ধুবান্ধবদের নিয়ে একটি পার্টির আয়োজন করেছেন রাজ-শুভশ্রী। সকাল থেকে উচ্ছ্বসিত খুদে ইয়ালিনিও। আধ-আধ উচ্চারণে দাদাকে শুভেচ্ছাও জানিয়েছে সে। ইউভানের জন্মদিন উপলক্ষ্যে এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভশ্রী। ক্যাপশনে লেখা, ‘হ্যাপি ইউভান ডে’।
View this post on Instagram

