উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এ যেন মধ্যযুগীয় বর্বরতা! বোনের বাড়ি যেতে চেয়েছিলেন স্ত্রী। সেই ‘অপরাধে’ বাইকের সঙ্গে স্ত্রীর পা বেঁধে তাঁকে গোটা গ্রাম ঘোরালেন মদ্যপ স্বামী। শুনতে অবাক লাগলেও এমনই ঘটেছে রাজস্থানের নাগৌর জেলার একটি গ্রামে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তের নাম প্রেমরাম মেঘওয়াল (৩২)। ভিডিও রেকর্ড করা হলেও ওই মহিলাকে বাঁচাতে এগিয়ে আসেননি কেউই। পুলিশ তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, মহিলার এক পায়ে দড়ি বাঁধা। দড়ির অপরপ্রান্ত বাঁধা রয়েছে বাইকের পেছনে। পাথুরে রাস্তা দিয়ে তাঁকে ওভাবেই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। মহিলা সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে আসছেন না। স্থানীয় একজন ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তা ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। পদক্ষেপ করে পুলিশ।
নাগৌরের পুলিশ সুপার নারায়ণ সিং টোগাস বলেছেন, ‘ওই মহিলা জয়সলমেরে তাঁর বোনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এতে স্বামীর আপত্তি ছিল। তবুও মহিলা জেদ করায় স্বামী তাঁকে বাইকের পিছনে বেঁধে টেনে হিঁচড়ে গ্রাম ঘোরায়।’
পঞ্চৌদি থানার সহকারি সাব-ইনস্পেক্টর সুরেন্দ্র কুমার জানিয়েছেন, প্রায় এক মাস আগে নাহারসিংহপুরা গ্রামে ঘটনাটি ঘটেছিল। মহিলা নিজেও কোনও অভিযোগ জানায়নি। তবে ভিডিওর ভিত্তিতে পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।