Top News

Rajasthan polls | মন্ত্রী হিসেবে শপথ নিয়েও জনতার মন জয়ে ব্যর্থ! রাজস্থানে ভোটে হার বিজেপি নেতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাজস্থান (Rajasthan) বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেন বিজেপি। এই বিধানসভার ২০০টি আসনের মধ্যে নির্বাচন হয় ১৯৯টি আসনে। পঞ্জাব লাগোয়া শ্রীগঙ্গানগর জেলা করণপুর বিধানসভা কেন্দ্রের একটি আসনে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থগিত হয়ে যায় নির্বাচন। সম্প্রতি সেই আসনে ভোট হলে কংগ্রেসের কাছে হেরে যায় বিজেপি প্রার্থী (BJP Candidate) সুরেন্দ্র পাল সিং (Surendra Pal Singh)। পরাজিত সুরেন্দ্র রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। ভোটে হেরে যাওয়ার পর তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল।

গত নভেম্বর মাসে নির্বাচন হয় রাজস্থান বিধানসভা কেন্দ্রে (Rajasthan polls)। শ্রীগঙ্গানগর জেলা করণপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীরমীত সিং কুনারের মৃত্যু হওয়ায় ভোট স্থগিত রাখা হয় সেই কেন্দ্রে। রাজস্থানে ভোট হয় ১৯৯টি আসনে। এই নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি। সেই আসনেরই ভোট হয় সম্প্রতি। এবং ফল প্রকাশের পর দেখা গেল, সেই আসনে বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাল সিং প্রায় ১১ হাজার ভোটে হেরে যান কংগ্রেস প্রার্থী রূপিন্দর সিংয়ের কাছে। গত ৩০ ডিসেম্বর সুরেন্দ্র রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। শপথ নেওয়ার ১০ দিনের মধ্যে ভোটে হেরে পদত্যাগ করতে হল বিজেপি প্রার্থী সুরেন্দ্র পাল সিংকে। সোমবার রাতে তিনি তাঁর মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যপালের কাছে। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন রাজ্যপাল। উল্লেখ্য, সুরেন্দ্রকে গত ৫ জানুয়ারি কৃষি পণ্য মার্কেটিং, সেচ জমি উন্নয়ন, ইন্দিরা গান্ধি খাল, সংখ্যলঘু উন্নয়ন, ওয়াকফ-এর দপ্তরগুলির দায়িত্ব দেওয়া হয়েছিল।

এই ভোটে হার প্রসঙ্গে বিজেপির রাজ্য মুখপাত্র লক্ষীকান্ত ভরদ্বাজ বলেন, “এই হার আমাদের কাছে অপ্রত্যাশিত। তবে আমরা মানুষের মতামত মাথা পেতে নিচ্ছি। তবে এই কেন্দ্রে কংগ্রেস সহানুভূতিকে কাজে লাগিয়েছে। আর আমাদের প্রার্থী শুধু কংগ্রেস নয়, গোটা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন।” এদিকে এই হারের পর বিজেপিকে খোঁচা মারতে ছাড়েননি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তিনি বলেন, ‘বিজেপিকে জনগণ উচিত শিক্ষা দিয়েছে।’ এদিকে রাজ্য কংগ্রেস সভাপতি গোবিন্দ সিং দোস্তারা বলেন, ‘রাজ্যের মানুষ একমাসের মধ্যেই বিজেপির ওপর আস্থা হারিয়েছেন।’

এদিকে এই আসন জয়ের ফলে রাজস্থানে কংগ্রেসের বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়াল ৭০। এদিকে বিজেপির দখলে রয়েছ ১১৫টি আসন। এছাড়া এই রাজ্যে বিএসপি জিতেছে ২টি আসনে, রাষ্ট্রীয় লোক দল জিতেছে ১টি আসনে, আরএলপি জিতেছে ১টি আসনে এবং অন্যান্যরা জিতেছে ৮টি আসনে।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Digha Accident | দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, বাস-গাড়ি সংঘর্ষে মৃত ৪

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিঘা যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। বাস ও চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

11 mins ago

Fire | গভীর রাতে অগ্নিকাণ্ড শিলিগুড়িতে, ভস্মীভূত একটি দোকান

শিলিগুড়ি: অগ্নিকাণ্ডে ভস্মীভূত (Fire) হল একটি দোকান। ঘটনার ঘটেছে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের…

33 mins ago

Balurghat | আত্রেয়ীর জলের অভাবে শুকিয়ে যাচ্ছে কাশিয়া খাঁড়ি, সমস্যায় কৃষকরা

বালুরঘাট: আসছে না আত্রেয়ীর জল (Atreyee river)। ফলে শুকিয়ে যাচ্ছে বালুরঘাটের কাশিয়া খাঁড়ি। এদিকে খাঁড়ির…

1 hour ago

রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন কবে দেখবে নবীন প্রজন্ম

  অনুপ দত্ত বীরভূমের উত্তর লাভপুরের শীতলগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিক বাগদী বোকা হতে চায়।…

2 hours ago

শিল্পকলার অপব্যবহার নিয়ে কিছু প্রশ্ন

  পার্থ চৌধুরী আমাদের ছেলেবেলায় শিলিগুড়িতে নামগানের রমরমা ছিল উল্লেখ করার মতো। কোনও কোনও ঘুম…

2 hours ago

শ্রীবিহীন নীতি ভাঙা ‘কন্যাশ্রী’

  ইন্দ্রাণী সেনগুপ্ত কলেজ থেকে ফিরলাম। সকাল দশটা থেকে একটা পর্যন্ত আমার তিনটে ক্লাস ছিল,…

2 hours ago

This website uses cookies.