উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেয়াদ শেষ হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) রাজীব কুমারের (Rajib Kumar)। আগামী ১৮ ফেব্রুয়ারি তিনি অবসর নেবেন। তাঁর অবসর গ্রহণের পর কে হবেন মুখ্য নির্বাচন কমিশনার? তা নিয়েই শুরু হল জল্পনা।
মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী গঠন করা হবে একটি সার্চ কমিটি। সেই কমিটির দায়িত্ব, রাজীব কুমার অবসর নিলে তাঁর বিকল্প হিসেবে অন্য কাউকে খুঁজে নেওয়া।
উল্লেখ্য, যদিও কমিশনার বাছার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের (PM Modi) নয়া আইন নিয়ে আপত্তি রয়েছে বিরোধীদের। বিরোধীদের অভিযোগ, মুখ্য নির্বাচন কমিশনাররা যাতে সরকারের প্রতি অনুগত থাকে, তাই কমিশনার নিয়োগের ক্ষেত্রে নতুন বিধি চালু করেছে মোদি সরকার। কিন্তু বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। এখন দেখার কার কাঁধে তুলে দেওয়া হয় নয়া দায়িত্ব।