Breaking News

Rajya Sabha | রাজ্যসভার ৩৩ শতাংশ সাংসদের নামে ফৌজদারি মামলা: রিপোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজনীতি এবং দুর্নীতি যেন সমার্থক হয়ে উঠেছে। তাছাড়া সম্প্রতি যেসব দুর্নীতির ছবি সামনে আসছে তাতে রাজনীতিকদের নিয়ে জনমানসে ধারণাও খুব একটা উজ্জ্বল নয়। এই প্রেক্ষাপটে এক রিপোর্ট মোতাবেক, রাজ্যসভার (Rajya Sabha) ৩৩ শতাংশ সাংসদের (MP) নামে রয়েছে ফৌজদারি মামলা (Criminal case)।

সম্প্রতি একটি রিপোর্ট পেশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’ (এডিআর) (ADR)। রিপোর্ট মোতাবেক, এই সাংসদদের মিলিত সম্পত্তির পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। এডিআর এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্লু)-এর যৌথ সমীক্ষায় দেখা যাচ্ছে যে, দু’জন রাজ্যসভার সাংসদ আছেন, যাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা চলছে। রাজ্যসভার চার সাংসদের বিরুদ্ধে হত্যার চেষ্টার ধারায় মামলা দায়ের আছে। মোট ২২৫ জন রাজ্যসভার সাংসদের উপর এই সমীক্ষা চালানো হয়েছিল। সমীক্ষায় প্রাপ্ত ফল নিয়ে তৈরি হয়েছে রিপোর্ট। যেখানে বলা হয়েছে, ২২৫ জন সাংসদের মধ্যে ৭৫ জন জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। যা শতাংশের হিসেবে ৩৩ শতাংশ। আর ৪০ জন সাংসদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা চলছে। যা মোট সাংসদ সংখ্যার ১৮ শতাংশ।

সমীক্ষায় রাজনৈতিক দল ধরে হিসেব করা হয়েছে। দেখা যাচ্ছে, বিজেপির (BJP) রাজ্যসভা সাংসদদের মধ্যে ২৩ শতাংশের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি মামলা। কংগ্রেসের (Congress) ২৮ জন সাংসদের নামে ফৌজদারি মামলা চলছে। তৃণমূলের (Trinamool) ১৩ সাংসদের মধ্যে ৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যা প্রায় ৩৮ শতাংশ। রাজ্যসভার মোট সদস্য সংখ্যা ২৩৩। কিন্তু বর্তমানে মহারাষ্ট্রের একটি এবং জম্মু-কাশ্মীরের চারটি আসন খালি। তিন জন সাংসদের খতিয়ান পাওয়া যায়নি।

এডিআরের রিপোর্টে উঠে এসেছে সাংসদদের সম্পত্তির পরিমাণও। সেখানে দেখা যাচ্ছে, রাজ্যসভার ২২৫ জন সদস্যের সম্পত্তির মিলিত পরিমাণ ১৯ হাজার ৬০২ কোটি টাকা। অর্থাৎ, এই হিসেব অনুযায়ী প্রত্যেক রাজ্যসভার সদস্যের গড় সম্পত্তির পরিমাণ ৮৭ কোটি ১২ লক্ষ টাকা করে। তার মধ্যে ৩১ জন সাংসদ বিলিয়নিয়ার।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Financial scam | কোটি টাকা তছরুপ রানিগঞ্জ পোস্ট অফিসে! গ্রেপ্তার পোস্টমাস্টার, ক্যাশিয়ার

রানিগঞ্জ ও আসানসোলঃ আসানসোলের রানিগঞ্জ হেড পোস্ট অফিসে আর্থিক দুর্নীতি। টাকা তছরুপের অভিযোগে পোস্টমাস্টার সহ…

1 min ago

PoK Violence | পাক অধিকৃত কাশ্মীরে ক্ষোভের আগুন, গুলিতে মৃত ৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্ষোভের (PoK Violence) আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর (Pakistan Occupied Kashmir)।…

29 mins ago

Raiganj | প্রাথমিকে চাকরি দেওয়ার নামে টাকা আত্মস্মাৎ! তৃণমূল নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি আদালতের

হেমতাবাদ: চাকরি দেওয়ার নাম করে প্রায় ৬ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) পঞ্চায়েত…

34 mins ago

Calcutta High Court | গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, হাইকোর্টে স্বস্তি মিলল বিজেপি নেতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নয়।…

42 mins ago

Tea-Coffee | খাওয়ার আগে-পরে চা বা কফি খান? নিজের অজান্তেই বড় বিপদ ডেকে আনছেন না তো?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুপুর বা রাতের খাওয়ার আগে চায়ের কাপে সুখের চুমুক দেওয়ার অভ্যেস…

58 mins ago

IPL | দূরত্ব মিটল? রাহুলকে নৈশভোজে ডেকে আলিঙ্গন সঞ্জীব গোয়েঙ্কার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে মিটল কে এল রাহুল বনাম সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) দ্বৈরথ।…

58 mins ago

This website uses cookies.