Saturday, December 2, 2023
HomeTop Newsসুপ্রিম কোর্টে রক্ষা কবচ শুভেন্দুর পরিবারের, ব্যাকফুটে রাজ্য

সুপ্রিম কোর্টে রক্ষা কবচ শুভেন্দুর পরিবারের, ব্যাকফুটে রাজ্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাঁথি পুরসভার দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে রক্ষাকবজ মিলেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মীয়দের। মহামান্য আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্টে।শুক্রবার রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না।

গতকাল সুপ্রিমকোর্টের বিচারপতি বি আর গাভাই এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে রাজ্য সরকারের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লেখেন, ‘আমার পরিবারের সদস্যদের, এমনকি, বাড়ির মহিলাদের হেনস্থা করার জন্য রাজ্যের আরও একটি প্রচেষ্টা সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। ২০১৭ সালের ঘটনায় ২০২২ সালে এসে আমার পরিবারের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছিল পুলিশ এবং তার ভিত্তিতে আমার পরিবারের সদস্যদের হয়রানি করা হয়েছিল। কলকাতা হাইকোর্ট এই ধরনের অপকর্ম বন্ধ করেছে। যাকে চ্যালেঞ্জ করে একটি মামলা দায়ের করা হয়েছিল। আজ সুপ্রিম কোর্টও সেই মামলা খারিজ করে দিয়েছে।’

উল্লেখ্য, কাঁথি পুরসভা এলাকায় উন্নয়নমূলকে কাজ নিয়ে সামনে এসেছিল বড় দুর্নীতি খবর। দুর্নীতির মামলা দায়ের হয়েছিল কাঁথি থানায়।এরপর তদন্ত শুরু করে কাঁথি থানা। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারী এবং শিশির অধিকারীর বড় ছেলে কৃষ্ণেন্দু অধিকারীকে ২০২২ সালের ১১ জুন পাঠানো হয়েছিল নোটিস।এই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন শুভেন্দুর আত্মীয়েরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments