উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ আইনের প্রতিবাদে সম্প্রতি উত্তাল হয়ে ওঠে নবাবের জেলা মুর্শিদাবাদ (Murshidabad)। বহু মানুষ প্রাণ হাতে নিয়ে কোনওমতে পালিয়ে আসেন পাশের জেলা মালদায়। যদিও পরিস্থিতি আগের তুলনায় অনেক আয়ত্তে। তবুও এলাকায় শান্তি বজায় রাখতে এখনও বিএসএফের টহলদারি চলছে গোটা এলাকায়। এমতাবস্থায় বুধবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ইমাম ও মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৈঠকে তাঁর মুখে শোনা গেল ওয়াকফ আইনের প্রসঙ্গ। তিনি বলেন, ‘এই আইন শুধু মুসলিমদের নয়, সবার অধিকার কেড়েছে।’
মমতা বলেন, ‘মুসলিম ভাইবোনদের বলব, এই আইনি সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে, তা ভেঙেছে। সংবিধানে ১৮ ও ৩৫ অনুচ্ছেদে সম্পত্তির উপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে। সেটা রাজ্য বিধানসভার এক্তিয়ারভুক্ত। সেই অধিকারও কেড়ে নিয়েছে এই আইনের মাধ্যমে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী।’
এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘সংবিধানে ২৬ নম্বর অনুচ্ছেদে যে কোনও ধর্ম পালনে স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই সূত্রে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকারও দেওয়া হয়েছে। আপনি আমার অধিকার কাড়ছেন। রাম-রহিম সবার অধিকার কাড়ছেন।’