রাওয়ালপিন্ডি: পাকিস্তান ক্রিকেট দলে গৃহযুদ্ধ। বাংলাদেশের কাছে টেস্ট হারে বিতর্কের আগুন। টলমল পাকিস্তান ক্রিকেট। প্রথম ইনিংসে দ্বিশতরানের মুখে অধিনায়কের ইনিংস ডিক্লেয়ারের ঘোষণায় প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়েছিলেন মহম্মদ রিজওয়ান। গতকাল ম্যাচ শেষে আরও একটি ভিডিও রীতিমতো ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, কাঁধের ওপর রাখা অধিনায়ক শান মাসুদের হাত সরিয়ে দিচ্ছেন শাহিন শা আফ্রিদি।
চোখে আঙুল দিয়ে যা দেখিয়ে দিচ্ছে পাক দলের মধ্যে অনৈক্যের পরিবেশ। বাইশ গজে একটানা ব্যর্থতা। দলের মধ্যে ফাটল। পাক ক্রিকেটের চলতি সমস্যা মেটাতে বড় পদক্ষেপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। জোর দেওয়া হচ্ছে ঘরোয়া ক্রিকেটে। ওয়াকার ইউনিস, মিসবা-উল-হক সহ ঘরোয়া ক্রিকেটের দেখভালের জন্য পাঁচজন মেন্টরের তালিকা ঘোষণা করেছে পিসিবি। বাকিরা হলেন শোয়েব মালিক, সাকলিন মুস্তাক ও সরফরাজ আহমেদ।
এদিকে, বাংলাদেশের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের মধ্যেও ‘ভারতের ভূত’ দেখছেন রামিজ রাজা! প্রাক্তন অধিনায়ক ও বোর্ড সভাপতি রামিজ বলেছেন, ‘দল নির্বাচনে ভুল ছিল। জেনুইন স্পিনার ছাড়া খেলতে নেমেছিলাম আমরা। পেসারদের ওপর বাড়তি নির্ভরতা, যা বুমেরাং। এশিয়া কাপে পেস সহায়ক পরিস্থিতিতেও ভারতীয় ব্যাটারদের সামনে পাকিস্তানের পেস-দুর্বলতা প্রকট হয়ে যায়। গতিতেও টান পড়েছে। সঙ্গে স্কিল-ঘাটতি। বাংলাদেশের সামনে যা আরও পরিষ্কার।’
প্রাক্তন তারকা আহমেদ শেহজাদ কাঠগড়ায় তুলেছেন পাক বোর্ডকে। বলেছেন, ‘২০২৪ টি২০ বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পিসিবি চেয়ারম্যান জানিয়েছিলেন, পুরোদস্তুর অস্ত্রোপচার করা হবে। কিন্তু উনি তা করতে ব্যর্থ। পাক ক্রিকেটপ্রেমীদের মিথ্যা আশ্বাস দিয়ে ভুলিয়ে রাখা, কালক্ষেপ করার পুরোনো খেলা। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট হার যে প্রশ্নের মুখে ফের দাঁড় করিয়ে দিল। আমার দেখা এটাই পাক ক্রিকেটের সবচেয়ে খারাপ সময়। পতনের শুরুও।’
কামরান আকমলের অভিযোগ, পাক ক্রিকেটকে চরম লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন মাসুদ-শাহিনরা। ‘রিজওয়ান ৫০ না করলে তো ইনিংসে হারতাম। জঘন্য হার, যা ভোলার নয়। গত ৫ বছরে উন্নতির লক্ষণ নেই। জিম্বাবোয়ের কাছে আমরা হেরেছি। এশিয়া কাপেও গ্রুপ থেকে ছিটকে যাওয়া। বিশ্বকাপে চরম লজ্জার মধ্যে পড়তে হয়েছে। এবার বাংলাদেশ। ক্রিকেট দুনিয়ার সামনে পাকিস্তানকে হাসির খোরাক করেছ তোমরা’, অভিযোগ কামরানের। প্রায় একসুর তনভীর আহমেদেরও। বাবর আজম, মাসুদদের উদ্দেশে প্রাক্তনের বার্তা- ‘এবার অন্তত লজ্জা পাও তোমরা।’