বীরপাড়া: খুলে গেল আলিপুরদুয়ার জেলার বীরপাড়া থানার রামঝোরা চা বাগান। হাঁফ ছাড়লেন কমবেশি এক হাজার শ্রমিক-কর্মচারী। শুক্রবার উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সাধারণ সম্পাদক উত্তম সাহা, বীরপাড়া থানার ওসি প্রেমকুমার থামি প্রমুখ। খোশমেজাজে এদিন কাজে যোগ দেন শ্রমিকরা।
গত ১৫ জানুয়ারি নিরাপত্তার অভাবজনিত কারণ দেখিয়ে বাগান ছাড়ে মালিকপক্ষ। এ নিয়ে ১৯ জানুয়ারি জলপাইগুড়ির ডেপুটি শ্রম কমিশনারের দপ্তরে ত্রিপাক্ষিক বৈঠক ব্যর্থ হওয়ায় প্রশাসনের পাশাপাশি শাসকদলের ওপরও চাপ বাড়ে। তাই বাগানের জট কাটাতে সর্বশক্তি নিয়োগ করে শাসকদল। ২৭ জানুয়ারি শিলিগুড়িতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে বাগান খোলার সিদ্ধান্ত হয়।
২০০২ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বন্ধ ছিল ওই চা বাগানটি। ওই সময় অনেক শ্রমিকের মৃত্যু হয় বলে অভিযোগ। ২০১৭ সালের মার্চ মাসে ফের অচল হয়ে পড়ে বাগানটি। চালু হয় ওই বছরের মে মাসে। ২০১৮ সালের এপ্রিল মাসে ফের অচল হয়ে পড়ে রামঝোরা। খোলে মে মাসে। তাই ১৫ জানুয়ারি মালিকপক্ষ বাগান ছাড়ায় সিঁদুরে মেঘ দেখছিলেন শ্রমিক কর্মচারীরা। শ্রমিকরাই জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ১২ বছর আগে খুললেও এখনও পর্যন্ত বাগানটি রুগ্ন দশা কাটিয়ে উঠতে পারেনি।
আরো পড়ুন :বেসরকারি হাসপাতালের জন্য এবার কড়া পদক্ষেপ রাজ্যের