উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারকে (Kishore Kumar) নাকি চিনতেন না বলিউড অভিনেত্রী আলিয়া ভাট! একথা প্রকাশ্যে এনেছেন খোদ আলিয়ার (Alia Bhatt) স্বামী তথা অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)।
সম্প্রতি গোয়ার চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন রণবীর। সেখানে নিজের ঠাকুরদা রাজ কাপুর ও ভারতীয় চলচ্চিত্র জগতে তাঁর অবদান নিয়ে কথা বলতে গিয়েই এই মন্তব্যটি করে বসেন তিনি। রণবীর জানান, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব। তাই কাপুর পরিবারের পক্ষ থেকে আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে রাজ কাপুর চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। এর জন্য এনএফডিসি, এনএফএআইয়ের সঙ্গে মিলে তাঁর কাকা কুনাল কাপুর রাজ কাপুরের পুরোনো সিনেমাগুলি রিস্টোর করছেন। এখনও পর্যন্ত ১০টি সিনেমা উদ্ধার করা হয়েছে।
এরপরই অভিনেতা বলেন, ‘এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা তাঁর (রাজ কাপুরের) কাজ দেখেননি। আমার মনে পড়ে যাচ্ছে আলিয়ার সঙ্গে প্রথমবার সাক্ষাতের কথা। যখন আমার সঙ্গে আলিয়ার প্রথম দেখা হয়েছিল ও আমায় প্রশ্ন করেছিল, ‘কিশোর কুমার কে?’ একথা বলার পর রণবীর নিজেও হেসে ফেলেন। এরপর তিনি বলেন, ‘এটাই তো জীবনের চক্র। শিল্পীরা বিস্মৃতির অতলে চলে যায়, আবার নতুন শিল্পীরা চলে আসেন। আমাদের শিকড় কোথায় সেটা মনে রাখা খুব জরুরি।’
উল্লেখ্য, এর আগেও নিজের সাধারণ জ্ঞান নিয়ে ব্যঙ্গ, বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল আলিয়াকে। করণ জোহরের শোয়ে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁকে করণ প্রশ্ন করেছিলেন ভারতের রাষ্ট্রপতি কে? সেই সময় বাংলার প্রণব মুখোপাধ্যায় এই পদে ছিলেন। কিন্তু আলিয়া বলেছিলেন পৃথ্বীরাজ চৌহানের নাম। আলিয়ার এই কাণ্ডে হইচই পড়ে গিয়েছিল সারা দেশে।