সোমবার, ১৭ মার্চ, ২০২৫

Raniganj | রানিগঞ্জের খনি এলাকায় ফের ধস, বাড়ির বারান্দায় বিশালাকার গর্ত, আতঙ্কিত বাসিন্দারা  

শেষ আপডেট:

রানিগঞ্জঃ গৃহস্থের বারান্দায় ধস। আর সেই ধসে তৈরি হয়েছে একটি বিশালাকার গর্ত। রবিবার সকালের এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জের বাঁশড়া কোলিয়ারি এলাকার সুড়িপাড়ায়। গত দুদিন ধরে একটু একটু করে ধস হলেও, রবিবার সকালে প্রায় ১০ ফুট বাই ৬ ফুট এলাকা জুড়ে ২৫ ফুট গভীর গর্ত হয়ে গিয়েছে ধসের কারণে। অল্পের জন্য রক্ষা পেয়েছে ঘর গুলো। তবে পরিবারের আশংকা যেকোনও মুহূর্তে পুরো বাড়িটাই ধসে যাবে।

জানা গেছে, বাঁশড়া কোলিয়ারির এই বাড়িতে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে খনি কর্মী সিদ্দিক মিয়াঁ বাস করতেন। বর্তমানে তার ছেলে ইসমাইল মিয়া নিজের পরিবারের সদস্যদের নিয়ে পাট্টা দেওয়া জমিতে আবাস যোজনার টাকায় করা বাড়িতে বাস করেন। এই এলাকারই অদূরে রয়েছে ইসিএলের বাঁশড়া কয়লা খনি। সেই ভূগর্ভস্থ খনির মধ্যে কয়লা কাটার পর খনির নিচের অংশে বালি ভরাট না করার কারণে এইভাবে ধসের ঘটনা ঘটেছে বলেই দাবি করেছেন পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, ইসিএল কর্তৃপক্ষ খনির নীচে কয়লা কাটার পরে যেভাবে খনিকে সুরক্ষিত রাখার জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন, তা তারা নেয় না। যে কারণে বারংবার এই এলাকার বিভিন্ন অংশে ধসের ঘটনা ঘটেছে। আর এই ধসের ঘটনা জানতে পারার পরে আশেপাশে বিস্তীর্ণ অংশে থাকা জনবহুল এলাকার মানুষজনেরা আতঙ্কিত হয়ে পড়ছেন। এই পরিস্থিতি মোকাবিলায় তাঁরা ইসিএলের হস্তক্ষেপ দাবি করেছেন। এর পাশাপাশি খতিগ্রস্ত পরিবারটিকে বসবাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন।

এদিকে ধসের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসনের কর্তারা। তারা সমস্ত এলাকা পরিদর্শন করেন। দুর্ঘটনা এড়াতে ধসে যাওয়া এলাকায় যাতে অন্য কেউ যেতে না পারেন, সেকারণে পুরো জায়গাটি ঘিরে রেখেছে প্রশাসন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Yogi | দোলের দিন শান্তি বজায় রাখতে পারলেন না, অথচ ‘মৃত্যুকুম্ভ’ বলছেন! মমতাকে তীব্র কটাক্ষ যোগীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোল উৎসবকে (Dol Utsav) কেন্দ্র...

BJP | দিল্লির উদ্দেশে রওনা শুভেন্দু অধিকারীর! আচমকা কেন রাজধানীতে পাড়ি দিলেন বিরোধী দলনেতা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গ বিজেপির (BJP) অধিনায়ক কে...

RG Kar Case | আরজি কর কাণ্ড, নির্যাতিতার মা-বাবার আবেদনে মান্যতা, আর্জি শুনতে পারবে কলকাতা হাইকোর্ট

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডে (RG Kar...

WB Weather Update | গরমে হাঁসফাঁস অবস্থা, পশ্চিমের ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণবঙ্গে বাড়ছে গরম। চড়া রোদে...