রানিগঞ্জঃ কুকুরের মুখে সদ্যজাতর দেহ। সাতসকালে রাস্তায় এমন দৃশ্য দেখা গেল আসানসোলের রানিগঞ্জের স্কুল মোড় সংলগ্ন রাজপাড়া এলাকায়। পথচলতি মানুষ সেই কুকুরটিকে তাড়া করলে রাস্তার উপর সদ্যজাতর দেহ ফেলে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা দেখেন সদ্যজাত শিশু কন্যা মৃত অবস্থায় রয়েছে। বুধবার সকালে প্রকাশ্যে হওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা বলেন, মঙ্গলবার রাতে কোথাও এই সদ্যজাতর জন্ম হয়েছিল। তারপর তার মৃত্যু হয়। পরে, কেউ বা কারা সদ্যোজাত শিশুকন্যার দেহ ডাস্টবিনে ফেলে দিয়েছিল। এদিন সকালে কুকুর সেই দেহ মুখে করে এলাকায় নিয়ে চলে আসে।
এদিকে এই ঘটনার খবর রানিগঞ্জ থানায় জানানো হয়। সেই খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত সদ্যোজাত শিশু কন্যার দেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শিশু কন্যার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে আসানসোল জেলা হাসপাতালে। তবে কে বা কারা ঐ শিশু কন্যার দেহ ফেলে দিয়ে গেছে, তা নিয়ে খোঁজ শুরু করেছে। পুলিশ খতিয়ে দেখছে এলাকার মধ্যে লাগানো বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ।