Top News

Ranji Trophy | ভুবির দুরন্ত বোলিং, একাই নিলেন ৮ উইকেট, উত্তরপ্রদেশের বিরুদ্ধে ১২৮ রানে এগিয়ে বাংলা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৬ বছর পর রঞ্জিতে (Ranji Trophy) ফিরেই কামাল দেখালেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ৮ উইকেট নিয়ে বাংলার ব্যাটিং লাইনআপে একাই ধস নামিয়ে দিলেন ভুবি। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলা। প্রথমদিনেই পড়ে যায় দুই দলের মোট ১৫ উইকেট। উত্তরপ্রদেশের (Uttar pradesh) ১০ ও বাংলার ৫ উইকেট। উত্তরপ্রদেশকে ১২৮ রানের লিড দেয় বাংলা (West Bengal)।

শুক্রবার গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলা-উত্তরপ্রদেশের মধ্যে রঞ্জি ম্যাচ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ। প্রথমদিনই ব্যাটিং বিপর্যয় ঘটে উত্তরপ্রদেশের। দলের তিন ব্যাটার দু’অঙ্কের রানে পৌঁছতে পারলেও বাকিরা সবাই দশের নীচে। মাত্র ২০ ওভারের মধ্যেই বাংলার বোলারদের দাপটে মাত্র ৬০ রানে  অল আউট হয়ে যায় উত্তরপ্রদেশ। বাংলার হয়ে মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ মাত্র ১৪ রান দিয়ে পান ৪ উইকেট। সুরজ সিন্ধু ৩ উইকেট পেয়েছেন ২০ রানে। ঈশান পোড়েল নিয়েছেন দুই উইকেট।

কানপুরের সবুজ উইকেটে এদিন জাদু দেখালেন উত্তরপ্রদেশের বোলার ভুবনেশ্বর কুমার। প্রথম দিনে বাংলা ব্যাট করে রান করে ৫ উইকেট হারিয়ে ৯৫। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেই ব্যাটিং বিপর্যয় ঘটে বাংলার ব্যাটিং লাইনআপে। পরপর উইকেট পড়তে থাকে বাংলা। তবে শেষে নবম উইকেটে সুরজ সিন্ধুর সঙ্গে জুটি বেঁধে এক লড়াকু ইনিংস খেলেন কাইফ। ৭৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন মহম্মদ কাইফ। ১৮৮ রানে অলআউট হয়ে যায় মনোজ তিওয়ারির বাংলা।

এদিকে, বল হাতে দাপট দেখালেন উত্তরপ্রদেশের ভুবনেশ্বর কুমার। প্রথম ইনিংসে ২২ ওভার বল করে মাত্র ৪১ রান করে ৮ উইকেট নিয়েছেন ভুবি। রঞ্জিতে এটাই ভুবনেশ্বরের সেরা বোলিং ফিগার। তাঁর এই দুরন্ত পারফরম্যান্স ফের জাতীয় দলের দরজা খুলে দিতে পারে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও পর্যন্ত দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। বাকি আরও তিন ম্যাচের দল ঘোষণা করা। সেক্ষেত্রে এই সিরিজের জন্যই ডাক পড়তে পারে ভুবির।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের…

4 mins ago

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ

দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস…

34 mins ago

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন…

35 mins ago

Madhyamik Result | বাবা ঠিকা শ্রমিক, সৌরদ্বীপের পড়াশোনায় অন্তরায় আর্থিক অনটন

জামালদহ: এক কামরার ভাড়া বাড়ি। পাশেই চলে রান্নাবান্না। বাবা ঠিকা শ্রমিক। বিভিন্ন মিষ্টির দোকানে কিংবা…

52 mins ago

Lok Sabha Election 2024 | উত্তর মালদা আসনে অঙ্ক মেলানো শক্ত সবারই

শুভঙ্কর চক্রবর্তী, মালদা: শশাঙ্ক  এবং গৌড়- এই দুইকে পৃথক করা সম্ভব নয়। তবে শশাঙ্কহীন গৌড়…

1 hour ago

Election campaign | বাবার কাজের খতিয়ান তুলে ফরাক্কায় প্রচার ইশার

ফরাক্কাঃ প্রচারের শেষলগ্ন। এক ইঞ্চিও বিরোধীদের ছাড়তে চান না কোনও প্রার্থী। শুক্রবারও কংগ্রেস প্রার্থী ইশা…

1 hour ago

This website uses cookies.