বালুরঘাট: রঞ্জিতে নজর কাড়লেন বালুরঘাটের ভূমিপুত্র সুমিত মহন্ত। বাংলা দলের পেসার সুমিত বালুরঘাটের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পঞ্জাবের বিরুদ্ধে তাঁর অভিষেক হয় রঞ্জিতে। বাংলা দলের স্কোয়াডে সুমিতের নাম থাকলেও জায়গা হয়নি প্রথম একাদশে। উইকেট রক্ষক ব্যাটার ঋদ্ধিমান অবসর নেওয়ায় প্রথম একাদশে জায়গা করে নেয় বালুরঘাটের এই তরুণ।
জানা গিয়েছে, গত ৩০ জানুয়ারি থেকে শুরু হয়েছিল পঞ্জাবের বিরুদ্ধে বাংলার রনজি ম্যাচ। এই ম্যাচে এক ইনিংস ও ১৩ রানে জয় পেয়েছে বাংলা। অভিষেক ম্যাচেই নজর কাড়েন সুমিত। প্রথম ম্যাচেই পঞ্জাবের বিরুদ্ধে দুই ইনিংসে ৭টি উইকেট পেয়েছেন।
সোমবার সকালে রনজি খেলে বালুরঘাটে আসেন বাংলার পেসার সুমিত মহন্ত। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ বালুরঘাট শহরে র্যালি করে তাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে আসে। সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সুমিতের বাড়ি ফেরা নিয়ে এদিন স্থানীয়দের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। এদিন পাওয়ার হাউজ এলাকায় ফিরতেই তাঁর বাড়িতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, সুমিতের সাফল্যে গর্বিত দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর পাশাপাশি সারা গৌড়বঙ্গবাসী।