উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে (Supreme Court) স্বস্তিতে ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। আপাতত তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। জানিয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি নিরাপত্তার প্রশ্ন উঠলে তখনই যেন পুলিশে খবর দেওয়া হয় বলেও জানিয়েছে আদালত।
সম্প্রতি সময় রায়নার একটি শোয়ের পর্বে যৌনতা নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে জনরোষের মুখে পড়েন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। দেশের একাধিক প্রান্তে তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়। নিজের মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্ষমাও চান রণবীর। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। শনিবার একটি বিবৃতি দিয়ে রণবীর জানান, ক্রমাগত প্রাণনাশের হুমকি (Death threats) পাচ্ছেন তিনি। এমনকি তাঁর মায়ের চিকিৎসাকেন্দ্রেও কয়েকজন রোগীর ছদ্মবেশে হামলা চালানোর চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার। সুপ্রিম কোর্টে বিচারপতি কোটিশ্বর সিং ও বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে এদিন শুনানি হয়। আদালতে প্রাণনাশের হুমকির বিষয়টিও জানান ইউটিউবার। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।