উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে জনরোষের মুখে পড়েন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)। তাঁর বিরুদ্ধে দায়ের হয় একাধিক এফআইআর (FIR)। সেইসব খারিজের দাবিতে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন রণবীর। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানান তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করেছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, আদালতের নিয়ম মেনে মামলার শুনানি হবে।
সম্প্রতি সময় রায়নার শোয়ের এক পর্বে রণবীর ‘মা-বাবা ও যৌনতা’ নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন। সেই পর্বের ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদ শুরু হয় দেশজুড়ে। যদিও নিজের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ‘ক্ষমা’ চান সোশ্যাল মিডিয়া তারকা। কিন্তু কোনও লাভ হয়নি। এক তথ্য-চালিত ইনফ্লুয়েন্সার মার্কেটিং প্ল্যাটফর্মের তথ্য অনুসারে, গত ৯ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে ইউটিউবারের ‘বিয়ারবাইসেপস’ অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা ছিল ৪৫.২৭ লক্ষ। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর ১১ ফেব্রুয়ারি ফলোয়ারের সংখ্যা কমে ৪৪.৮০ লক্ষে দাঁড়িয়েছে। রণবীরের অন্য একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফলোয়ারের সংখ্যা ৩৪.৩৯ লক্ষ থেকে মঙ্গলবার ৩৪.২১ লক্ষে নেমে এসেছে। এবার দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের নিয়ে আদালতের দ্বারস্থ হলেন রণবীর। আগামী দু-তিনদিনের মধ্যে এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।