Wednesday, May 31, 2023
Homeবিনোদনডন ৩ ছবিতে কী শাহরুখের বদলে রণবীর সিং?

ডন ৩ ছবিতে কী শাহরুখের বদলে রণবীর সিং?

তপন বকসি, মুম্বই: ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনায় ডন সিরিজের শেষ পর্বে শাহরুখ খানকে দেখা যাবে না। সূত্রের খবর, কিং খান আগ্রহী না হওয়ায় এই প্রযোজনা সংস্থার নতুন প্রজন্মের তারকা হিসেবে তাঁর জায়গায় যে কয়েকজনের নাম ভাবনা চিন্তা করছিলেন, তার মধ্যে সবার আগে এক নম্বরে উঠে এসেছে রণবীর সিং এর নাম। রণবীর সিং এর আগে এক্সেল  এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘দিল ধড়কনে দো’ এবং ‘গল্লি বয়’ ছবি দুটিতে কাজ করেছেন। রনবীর সিং অভিনীত এক্সেল এন্টারটেনমেন্টের এই দুটি ছবি বক্স অফিস সাফল্য পেয়েছে।

শাহরুখ খানের ছেড়ে যাওয়া চরিত্রে এক্সেল এন্টারটেনমেন্ট তাদের ডন সিরিজের তৃতীয় ও শেষ পর্বের মুখ্য ভূমিকায় যে রণবীর সিংকে চূড়ান্ত করতে চলেছেন সেকথা শাহরুখ খানকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। এক্সেল এন্টারটেনমেন্ট ‘ডন’ সিরিজের প্রথম পর্ব তৈরি করেছিল ২০০৬ সালে। এর ছয় বছর পর ‘ডন’-এর দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিল ২০১১ সালে। সবাই জানেন এই দুটি পর্বে ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ খান। কিন্তু ২০২৩ -এ নিজের তিন-তিনটি ছবির রিলিজের মধ্যে দিয়ে শাহরুখ খান আন্তর্জাতিক স্তরে অন্য মাত্রায় নিজের ভাবমূর্তিকে তুলে ধরতে চাইছেন। মনে রাখতে হবে ২০০৬- এর পাঁচ বছর পর ২০১১ সালে ডনের দ্বিতীয় পর্ব মুক্তি পেয়েছিল।  কিন্তু ‘ডন’ সিরিজের তৃতীয় ও শেষ পর্বের জন্য ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির সময় নিয়ে ফেলেছেন দশ বছরেরও বেশি। তাই আজ ২০২৩-এ এসে ‘পাঠান’ ছবির অভূতপূর্ব ঐতিহাসিক সাফল্যের পর অভিনেতা হিসেবে শাহরুখ খানের কাছে ‘ডন’-এর কনসেপ্ট স্বাভাবিকভাবেই পুরোনো মনে হয়েছে। শেষমেষ শাহরুখ খান আগামী দিনের জন্য পরিকল্পনা করে রাখা নিজের নতুন ভাবমূর্তির বিষয়ে সজাগ থেকেই ‘ডন’-এর কনসেপ্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আর শাহরুখের ছেড়ে যাওয়া সেই জায়গাতেই নতুন প্রজন্মের তারকা হিসেবে উঠে এসেছে রণবীর সিংয়ের নাম। জানা গিয়েছে, শীঘ্রই ‘ডন’ সিরিজের প্রযোজক হিসেবে এক্সেল এন্টারটেনমেন্ট তাদের নতুন নায়কের নাম ভিডিওবার্তার মধ্যে দিয়ে প্রকাশ করতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments