Thursday, June 1, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গমানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার যুবক

মানসিক ভারসাম্যহীন নাবালিকাকে ধর্ষণ! গ্রেপ্তার যুবক

মোথাবাড়ি: মানসিক ভারসাম্যহীন এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মোথাবাড়িতে। নির্যাতিতার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে মোথাবাড়ি থানার পুলিশ। অভিযুক্ত যুবকের নাম মাসুম শেখ। পুলিশ জানিয়েছে, পকসো আইনের ৬ নম্বর ধারায় ওই যুবককে গ্রেপ্তার করে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই বালিকা বুধবার সকালে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। অভিযুক্ত যুবক সেইসময় তাকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকার চিৎকারে গ্রামবাসীরা আসলে যুবকটিকে পালিয়ে যায়। এরপর নির্যাতিতার পরিবারের তরফে মোথাবাড়ি থানাতে অভিযোগ দায়ের করা হলে মোথাবাড়ি থানার পুলিশ ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

মোথাবাড়ি থানার ওসি হারাধন দেব জানিয়েছেন, নির্যাতিতাকে মেডিকেল টেস্টের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। গোটা ঘটনায় তদন্ত নেমেছে মোথাবাড়ি থানার পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments