উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেতা বিজয় দেভরাকোণ্ডা এবং রশ্মিকা মান্দানার একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যাচ্ছে পায়ে চোট লাগা অবস্থায় ক্র্যাচ নিয়ে একা সিড়ি দিয়ে নামছেন রশ্মিকা। এদিকে তাঁর দিকে সাহায্যের না বাড়িয়েই সেখান দিয়ে নিজের খেয়ালে হেটে বেরিয়ে যেতে দেখা যায় বিজয়কে। আর এই ভিডিও ঘিরেই নেটিজেনদের সমালোচনায় বিদ্ধ হচ্ছেন বিজয়। সমাজমাধ্যমে বিজয়কে লক্ষ্য করে ‘উদাসীন’, ‘অসংবেদনশীল’ এমন নানা কথা বলা হচ্ছে। তবে বিজয়ের হয়ে এবার এই সমালোচকদের একহাত নিয়েছেন খোদ রশ্মিকা। বিজয়কে কটাক্ষ করা লোকজনদের উদ্দেশ্যে তাঁর বার্তা ‘মানুষের প্রতি মানুষের সহানুভূতি খুব কমে আসছে। সকলের প্রতি সহানুভূতিশীল হোন।’
প্রসঙ্গত, পায়ে চোট পাওয়ার ফলে বর্তমানে খুড়িয়ে হাটছেন রশ্মিকা। কখনও নিতে হচ্ছে ক্র্যাচের সাহায্য। এদিকে সামনেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘ছাবা’। এই ছবির প্রচারে সহ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে ব্যস্ত রয়েছেন তিনিও। ভিকিকেও দেখা যাচ্ছে রশ্মিকাকে হুইল চেয়ারে বসিয়ে কখনও বা হাত ধরে ইতিউতি ঘোরাতে। সেই আবহে বিজয়ের এমন আচরনে অনুরাগীরা যে কষ্ট পেয়েছিলেন তা বলাই বাহুল্য। যদিও ব্যাপারটি যে নিছক কাকতালীয়ভাবে ঘটেছে সেই কথাই এদিন স্পষ্টভাবে জানিয়েছেন রশ্মিকা।