শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Coochbehar | কালীপুজোর থিমে রতন টাটা! চলছে জোর কদমে মণ্ডপ তৈরি

শেষ আপডেট:

কোচবিহার: দুর্গাপুজোর পর কালীপুজোতেও দর্শনার্থীদের চমক দিতে প্রস্তুত কোচবিহারের একাধিক ক্লাব। গত বছরের মতো এবারও কোচবিহারে বেশ কয়েকটি বিগ বাজেটের শ্যামাপুজো হচ্ছে। শহরের গোলবাগান ক্লাব, দেবীবাড়ি নতুনপাড়া স্পোর্টিং ক্লাব, বিবেক সংঘ, দীপ্তি সংঘের পুজো এদের মধ্যে অন্যতম। পুজোর দিন এগিয়ে আসায় এই সমস্ত পুজোর উদ্যোক্তাদের এখন যাকে বলে নাওয়াখাওয়ার সময় নেই। পুজোকে কেন্দ্র করে কোথাও মশাল দৌড়, আবার কোথাও বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে।

শহরের গোলবাগান ক্লাবের পুজোর এবার ৭৬ বছর। দেবীমূর্তির পাশাপাশি এই পুজোর অন্যতম আকর্ষণ থিম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সদ্যপ্রয়াত রতন টাটার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এ বছর তাদের থিম ‘স্বতন্ত্র’। থিমের পাশাপাশি আলোকসজ্জাতেও থাকবে বিশেষ চমক। এছাড়া পুজোকে কেন্দ্র করে এ বছর পংক্তিভোজের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাবের সম্পাদক দেবাশিস দাসের কথায়, ‘প্রয়াত রতন টাটাকে শ্রদ্ধা জানিয়ে এবার আমাদের বিশেষ থিম তৈরি করা হচ্ছে। প্রতিমার নিরঞ্জনে ৭৫ জন ঢাকি নিয়ে শহর পরিক্রমায় থাকবে বিশেষ চমক।’

অন্যদিকে, প্রতিবারের মতো এবারেও জাঁকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন করতে চলেছে দেবীবাড়ি নতুনপাড়া স্পোর্টিং ক্লাব। এবার তাদের পুজোর ৫২তম বর্ষ। থিমসজ্জায় বিশেষ চমকের পাশাপাশি স্থায়ী মন্দিরে থাকবে ডাকের সাজের প্রতিমা। চন্দননগরের সুসজ্জিত আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী ক্লাবের কোষাধ্যক্ষ সঞ্জয় মণ্ডল। এবার এই পুজোর বাজেট সাত লক্ষ টাকা। শহরের বিবেক সংঘের পুজোরও এবার ২৭ বছর। এবছর এই পুজোর থিম ‘মুখোশ’। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি করা হচ্ছে। পুরুলিয়ার ছৌনাচের অনুপ্রেরণায় তৈরি এই থিম সকলের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। এবার তাদের পুজোর বাজেট প্রায় চার লক্ষ টাকা। চন্দননগরের আলোর পাশাপাশি স্থায়ী মন্দিরে থাকবে ডাকের সাজের প্রতিমা।

কালীপুজো উপলক্ষ্যে প্রতিবারের মতো এবার মশাল দৌড় প্রতিযোগিতার আয়োজন করছে দীপ্তি সংঘ। এবার তাদের পুজোর বাজেট ৮০ হাজার টাকা। মন্দিরে ডাকের সাজের প্রতিমার পাশাপাশি আলোকসজ্জায় থাকবে বিশেষ চমক। শহরের পামতলা ইউনিটের পুজোয় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে বিচিত্রানুষ্ঠান এবং ডাকের সাজের সুসজ্জিত প্রতিমা। এবার তাদের পুজোর ৬৮তম বর্ষ। অপরদিকে পাটাকুড়া ক্লাবের পুজোর এবার ৮২ বছর। প্রতিমার পাশাপাশি আলোকসজ্জায় বিশেষ চমক থাকবে সেখানেও।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

SIR | শাসক দলের নেতার বাড়ি থেকে বিলি করা হচ্ছে SIR-এর ফর্ম! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

হরিশ্চন্দ্রপুর: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)।...

Bolla Kali | স্টেশনে থিকথিকে ভিড়, ঝুঁকি নিয়ে যাতায়াত! বোল্লাকালীপুজোর জন্য স্পেশাল ট্রেনের দাবি ভক্তদের

গাজোল: দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লাকালীপুজোর (Bolla Kali) সময় স্পেশাল...

Samsi | রাতের আঁধারে বেআইনি পারাপার! মাঝ নদীতে নৌকা উলটে মৃত্যু

মুরতুজ আলম,সামসী: মালদা জেলার চাঁচল-১ ব্লকে অবস্থিত জগন্নাথপুর-মুকুন্দপুর ঘাট।...

Jamaldaha | সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেলেন জামালদহের শীর্ষলেন্দু, খুশির জোয়ারে ভাসছে গোটা শহর

জামালদহ: ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছিল মেধাবী ছেলেটি।...