উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাত্র ৩২ বছর বয়সেই গুরুদায়িত্ব পেলেন প্রয়াত শিল্পপতি রতন টাটার (Ratan Tata) বন্ধু শান্তনু নায়ডু (Shantanu Naidu)। টাটা মোটরসের (Tata Motors) জেনারেল ম্যানেজার (General Manager) হিসেবে নিযুক্ত করা হয়েছে তাঁকে। এই বড় খবর সকলকে জানিয়েছেন শান্তনু নিজেই।
টাটা মোটরসের জেনারেল ম্যানেজার তথা ‘হেড অফ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস’ (Head of Strategic Initiatives) পদ পাওয়ার পর মঙ্গলবার লিংকডিনে ন্যানো গাড়ির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন শান্তনু। সেই সঙ্গে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি টাটা মোটরসের জেনারেল ম্যানেজার, হেড অফ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভস হিসেবে নতুন পদে নিযুক্ত হয়েছি।’ স্মৃতিকাতর হয়ে তিনি আরও লেখেন, ‘আমার মনে আছে যখন আমার বাবা টাটা মোটরসের প্ল্যান্ট থেকে সাদা শার্ট এবং নেভি প্যান্ট পরে বাড়ি ফিরতেন, এবং আমি জানালায় তাঁর জন্য অপেক্ষা করতাম। একটা বৃত্ত সম্পূর্ণ হল আজ।’
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শান্তনু নাইডু। টাটা টেকনোলজিসে ইন্টার্ন হিসেবে পেশাগত যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর টাটা এলক্সিতে কাজ শুরু করেন শান্তনু। তিনি এবং রতন টাটা দুজনেই পশুপ্রেমী ছিলেন আর সেই থেকেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব। শান্তনু পথকুকুরদের গাড়ি চাপা পড়া থেকে রক্ষা করার বিষয়ে উদ্যোগী হন। তাঁর পরিকল্পনা ছিল পথকুকুরদেরকে আলো জ্বলা কলার পরানো হবে। শান্তনুর এই উদ্যোগের কথা জানতে পেরে টাটা যোগাযোগ করেন তাঁর সঙ্গে। এরপরই একজন পরিচিত পশুপ্রেমী হিসেবে টাটা এই প্রকল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন।
দুজনের মধ্যে বয়সের ফারাক কখনই তাঁদের বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। একটা সময়ে রতন টাটার ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন শান্তনু। রতন টাটার হাসপাতালে ভর্তি থেকে শেষকৃত্য, সর্বত্রই দেখা গিয়েছিল শান্তনুকে। এমনকি টাটার উইলেও নাম রয়েছে তাঁর। সূত্রের খবর অনুসারে, কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে শান্তনুর এমবিএ-এর খরচ টাটার উইলের অধীনেই বহন করা হয়েছিল।