নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: আগামী কেন্দ্রীয় বাজেটে র্যাশন ডিলারদের কমিশন বৃদ্ধি না হলে ফেব্রুয়ারিতে র্যাশন (Ration) পরিষেবা বন্ধ রেখে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উপেক্ষিত র্যাশন ডিলারদের সমস্যার সমাধান না হলে পরিষেবা বন্ধ করা ছাড়া তাঁদের কাছে আর কোনও পথ খোলা থাকবে না।
দিল্লিতে (Delhi) এক সাংবাদিক সম্মেলনে বিশ্বম্ভর বসু বলেন, সারা দেশে ৫,৩৮,২৬১ জন র্যাশন ডিলার রয়েছেন, যাঁদের মধ্যে ৮৯ শতাংশের মাসিক আয় ১০ হাজার টাকারও কম। নীতি আয়োগের রিপোর্ট তুলে ধরে তিনি জানান, বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে ডিলারদের কমিশন বাড়ানো অত্যন্ত প্রয়োজন। তিনি বলেন, ‘এই বাজেটে র্যাশন ডিলারদের জন্য কোনও ইতিবাচক পদক্ষেপ করা না হলে পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হব।’
গত দু’দিন দিল্লিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের সচিব এবং নীতি আয়োগের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ফেডারেশনের নেতারা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে কড়া ভাষায় চিঠি লিখে তাঁদের দাবি জানান। বিশ্বম্ভর বসু স্পষ্ট করেছেন, দাবি পূরণ না হলে ফেব্রুয়ারিতে র্যাশন পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হবে।