শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Malda | বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তরুণ, অপহরণের অভিযোগ পরিবারের

শেষ আপডেট:

শেখ পান্না, রতুয়া: পুরোনো শত্রুতার জেরে এক তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে জ্যেঠু এবং জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়ার পরাণপুর এলাকায়। অপহৃত পরিবারের তরফে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে।

শনিবার সন্ধ্যায় পুখুরিয়া থানায় এলাকার নিজগাঁ আড়াইডাঙা গ্রামের বছর ত্রিশের যুবক শেখ আজহার উদ্দিন(বাপি) বাইক সার্ভিসিং করতে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে ওই যুবকের পরিবার পুখুরিয়া থানায় ছেলের নিখোঁজের অভিযোগ জমা করেন। অভিযোগ পেয়ে রবিবার দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।

নিখোঁজ তরুণের বাবা কফিরুদ্দিন জানান,‘সন্ধ্যা নাগাদ আমার ছেলে শেখ আজহার উদ্দিন (বাপি) মোটরবাইক নিয়ে আড়াইডাঙা স্ট্যান্ডে গিয়েছিল। তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।’

ওই তরুণের বাবা আরও বলেন,‘কিছুদিন ধরেই দাদা ও তাঁর ছেলের সঙ্গে আমাদের একটা গণ্ডগোল চলছে। সেই সময় তাঁরা আমার ছেলেকে অপহরণের হুমকি দিয়েছিল। আমাদের মনে হচ্ছে, তাঁরাই এই কাজ করেছে।’

নিখোঁজ যুবকের এক আত্মীয় সারাফাত হোসেনের দাবি,‘ শনিবার সন্ধ্যা থেকে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইলও বন্ধ রয়েছে। তাঁরা সমাজবিরোধী। আমার ভাইকে যে কোনও মুহূর্তে মেরে ফেলতে পারে। অভিযোগের পর পুলিশ আড়াইডাঙা স্ট্যান্ড থেকে আজহার উদ্দিনের মোটরবাইক উদ্ধার করেছে। আমরা খুব আতঙ্কে রয়েছি। পুলিশের কাছে আমাদের আবেদন, আমার ভাইকে দ্রুত খুঁজে বের করা হোক।’

পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, আড়াইডাঙা নিজগাঁ গ্রামের শেখ আজহারউদ্দিন নামের এক যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Malda | মালদা কংগ্রেসের জেলা সভাপতি পদে ফের ডালুতেই আস্থা দলের

মালদা: জেলা সভাপতির পদে ফের আবু হাসেম খান চৌধুরীকে...

Balurghat | বিজেপি ফেরতরাই দলের নিয়ন্ত্রক হয়ে উঠছে! ক্ষোভ ঘাসফুলে

বালুরঘাট: বিজেপি ফেরতদের দল হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তারাই...

Gambhira folk dance | গম্ভীরায় উঠে আসবে চাকরিহারাদের দুর্দশার কথা

সিদ্ধার্থশংকর সরকার, মালদা: অযোগ্যদের সঙ্গে যোগ্য শিক্ষকরাও চাকরি হারিয়েছেন। ...

Kharibari | বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থা! প্রধানের পর এবার আস্থা ভোটে পরাজিত তৃণমূলের উপপ্রধান

খড়িবাড়ি: প্রধানের পর এবার খড়িবাড়ির (Kharibari) বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতে...