শেখ পান্না, রতুয়া: পুরোনো শত্রুতার জেরে এক তরুণকে অপহরণের অভিযোগ উঠেছে জ্যেঠু এবং জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রতুয়ার পরাণপুর এলাকায়। অপহৃত পরিবারের তরফে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করেছে।
শনিবার সন্ধ্যায় পুখুরিয়া থানায় এলাকার নিজগাঁ আড়াইডাঙা গ্রামের বছর ত্রিশের যুবক শেখ আজহার উদ্দিন(বাপি) বাইক সার্ভিসিং করতে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে ওই যুবকের পরিবার পুখুরিয়া থানায় ছেলের নিখোঁজের অভিযোগ জমা করেন। অভিযোগ পেয়ে রবিবার দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ।
নিখোঁজ তরুণের বাবা কফিরুদ্দিন জানান,‘সন্ধ্যা নাগাদ আমার ছেলে শেখ আজহার উদ্দিন (বাপি) মোটরবাইক নিয়ে আড়াইডাঙা স্ট্যান্ডে গিয়েছিল। তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।’
ওই তরুণের বাবা আরও বলেন,‘কিছুদিন ধরেই দাদা ও তাঁর ছেলের সঙ্গে আমাদের একটা গণ্ডগোল চলছে। সেই সময় তাঁরা আমার ছেলেকে অপহরণের হুমকি দিয়েছিল। আমাদের মনে হচ্ছে, তাঁরাই এই কাজ করেছে।’
নিখোঁজ যুবকের এক আত্মীয় সারাফাত হোসেনের দাবি,‘ শনিবার সন্ধ্যা থেকে ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মোবাইলও বন্ধ রয়েছে। তাঁরা সমাজবিরোধী। আমার ভাইকে যে কোনও মুহূর্তে মেরে ফেলতে পারে। অভিযোগের পর পুলিশ আড়াইডাঙা স্ট্যান্ড থেকে আজহার উদ্দিনের মোটরবাইক উদ্ধার করেছে। আমরা খুব আতঙ্কে রয়েছি। পুলিশের কাছে আমাদের আবেদন, আমার ভাইকে দ্রুত খুঁজে বের করা হোক।’
পুখুরিয়া থানার পুলিশ জানিয়েছে, আড়াইডাঙা নিজগাঁ গ্রামের শেখ আজহারউদ্দিন নামের এক যুবকের নিখোঁজ হওয়ার অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।’