নয়াদিল্লি: পরপর জোড়া অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জয়। আগামী নভেম্বরে ফের অজি সফর। হ্যাটট্রিক জয়ের হাতছানি। রবি শাস্ত্রীর মতে, ভারতীয় দল ইতিমধ্যেই ইতিহাস তৈরি করেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে পরপর দুটি টেস্ট সিরিজ (২০১৮-’১৯ ও ২০২০-’২১) জেতার যে রেকর্ড আর কোনও দল করতে পারবে না।
শাস্ত্রী বলেছেন, ‘ওয়ার্ল্ড কাপ নিয়ে মানুষ আলোচনা করে। যারা নিয়মিত খেলা দেখে, তারা কিন্তু ওই দুই সিরিজের কথাই বলবে। ক’টা টিম অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতেছে? আটের দশকে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর মতোই কঠিন। মনে হয় না, আর কোনও দল করতে পারবে। ওদের মাঠে অজিদের হারাতে সবসময় স্পেশাল প্রয়াস প্রয়োজন।’
১৯৮৩ সালের বিশ্বকাপ এবং ১৯৮৫-তে বেনসন অ্যান্ড হেজেস জয়ী দলের অন্যতম সদস্য শাস্ত্রী। যদিও এগিয়ে রাখছেন টেস্ট সিরিজ জয়কে। বিশ্বাস, এবারও জয়ের ধারা বজায় থাকবে। রিকি পন্টিংদের ‘৩-১ সিরিজ জিতবে প্যাট কামিন্সরা’ ভবিষ্যদ্বাণী উড়িয়ে শাস্ত্রীর যুক্তি, ‘আমাদের বোলাররা ফিট এবং ওদের চাপে রাখবে। অজি ব্যাটিংও এখন বিপজ্জনক নয়। কিছুটা অনভিজ্ঞও। তবে অস্ট্রেলিয়া কড়া টক্কর দেবে।’
লক্ষ্যপূরণে রবিচন্দ্রন অশ্বীন গুরুত্বপূর্ণ অস্ত্র। নাথান লায়োন বনাম অশ্বীন, বর্তমান প্রজন্মের সেরা স্পিনারের অলিখিত যুদ্ধও অন্যতম আকর্ষণ। সেই অশ্বীনের মুখে পূর্বসূরি অনিল কুম্বলে, হরভজন সিংয়ের কথা। ৫১৬ টেস্ট উইকেটের মালিক বলেছেন, ‘আমি ভাগ্যবান। অনিলভাই, হরভজন যে পরম্পরা রেখে গিয়েছে, তার থেকে প্রচুর শিখেছি। আজ আমি যেখানে দাঁড়িয়ে, তার নেপথ্যে ওঁরা দুজন।’