মুম্বই: করোনায় আক্রান্ত ভারতের তারকা স্পিনার অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বর্তমানে তিনি কোয়ারান্টিনে রয়েছেন। করোনা রিপোর্ট পজিটিভ আসায় তিনি ইংল্যান্ডের বিমানে উঠতে পারেননি। আগামী ১ জুলাই বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলতে নামছে টিম ইন্ডিয়া। গত বছর ইংল্যান্ড সফরে টিম ইন্ডিয়ার পঞ্চম টেস্ট বাতিল হয়েছিল। এবার সেই টেস্টই হতে চলেছে। সেই টেস্ট খেলতে গত ১৬ জুন ইংল্যান্ডে গিয়েছেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা। কিন্তু রোহিতদের সঙ্গে দেখা যায়নি অশ্বিনকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলার আগে শুক্রবার রোহিত শর্মা-বিরাট কোহলিরা একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন। লেস্টারশায়ারের বিরুদ্ধে সেই প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না অশ্বিন। তবে এর মধ্যে করোনা সারিয়ে বার্মিংহ্যাম টেস্ট খেলতে অশ্বিন দলের সঙ্গে যোগ দেবেন বলে খবর।
আরও পড়ুন: Colombo | খাবার নিয়ে সাধারণের পাশে বিশ্বজয়ী মহানামা