গান্ধিনগর: বিজেপিতে যোগ দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। তাঁর স্ত্রী রিভাবা জাদেজা জামনগর আসনের বিজেপি বিধায়ক। জাদেজার গেরুয়া শিবিরে যোগদানের বিষয়টি তিনিই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। জাদেজার স্ত্রী ২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০২২ সালে জামনগর বিধানসভা আসনে দল তাঁকে প্রার্থী করে। আপ প্রার্থী কর্শনভাই কারমুরকে পরাজিত করে এই আসনে বিজয়ী হয়েছিলেন রিভাবা। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা জুনে বিশ্বকাপ জিতে টি২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। স্ত্রীর পথে হেঁটে এবার তিনিও বিজেপিতে যোগ দিলেন।