উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্লাব বিশ্বকাপ খেলতে মার্কিন মুলুকে পৌঁছানোর পর থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে, হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের তরফে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে যে, ‘এমবাপেকে বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এমবাপে দলের প্রশিক্ষণ শিবিরেও যোগ দিয়েছেন। তাঁর চিকিৎসা আর কিছুদিন চলবে।’
প্রসঙ্গত, গত শনিবার ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে দলের সঙ্গেই মার্কিন মুলুকে পৌঁছেছিলেন এমবাপে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার অনুশীলনেও দেখা যায়নি তাঁকে। আল হিলালের বিপক্ষে প্রথম ম্যাচেও ছিলেন দলের বাইরে। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় দলের তারকা স্ট্রাইকারকে। দলের তরফে জানান হয়েছিল, তিনি গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সমস্যায় ভুগছেন। কিছু পরীক্ষা এবং চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এবারে তিনি ছাড়াও পেয়ে গেলেন হাসপাতাল থেকে। আপাতত শারীরিক অসুস্থতা কাটিয়ে কতদিনে তিনি ম্যাচে ফিরতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছে বিশ্বজোড়া রিয়াল মাদ্রিদ ফ্যানেরা।