অমরাবতি: হঠাৎই গতিমুখ পরিবর্তন করল ঘূর্ণিঝড় ‘অশনি’। সম্ভবত ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়তে পারে বলে জানাল বিশাখাপত্তনম সাইক্লোন ওয়ার্নিং সেন্টার। তাদের দাবি, অন্ধ্রপ্রদেশ উপকূল ছুঁয়ে ফের ‘অশনি’ কাকিনাড়া এবং বিশাখাপত্তনমের মধ্যবর্তী অংশে সমুদ্রের উপরেই ফিরে আসবে।
বিশাখাপত্তনম সাইক্লোন ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড়ের সতর্কতা এবং লাল সতর্কতা জারি করা হয়েছে। গতকাল পর্যন্ত এটির গতিমুখ ছিল উত্তর পশ্চিম দিকে। কিন্তু গত ছ’ঘণ্টায় সেটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ফলে সেটি অন্ধ্র উপকূলের খুবই কাছে অবস্থান করছে। আবহবিদদের দাবি, কিছুটা অপ্রত্যাশিত ভাবেই কাকিনাড়া উপকূল ছুঁতে চলেছে ‘অশনি’। পূর্বভাস মতোই বুধবার সকাল থেকে অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। ‘অশনি’র জেরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, গনগাভরম এবং ভিমুনিপট্টনম বন্দরে বিপদ সংকেত জারি করা হয়েছে। পাশাপাশি বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী, পশ্চিম গোদাবরী, কৃষ্ণ এবং গুণ্টুর জেলায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।